লোকসভা নির্বাচনে তাদের ভাগের আসনগুলির জন্য প্রার্থীদের নাম ঠিক করে রাখল বাম শরিক আরএসপি। দলের রাজ্য সম্পাদকমণ্ডলী আলিপুরদুয়ার, বালুরঘাট ও জয়নগর আসনের জন্য প্রার্থী বাছাই করেছে। সেই নামই অনুমোদিত হয়েছে বুধবার রাজ্য কমিটির বৈঠকে।
দলীয় সূত্রের খবর, আলিপুরদুয়ারে প্রাক্তন সাংসদ মনোহর তিরকির কন্যা মিলি ওরাঁও, বালুরঘাটে প্রাক্তন সাংসদ রণেন বর্মণ এবং জয়নগরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের নাম রয়েছে প্রার্থী তালিকায়। বামফ্রন্টে ওই তালিকা জমা দেবে আরএসপি। কংগ্রেসের জন্য ছেড়ে দিতে হতে পারে বলে বহরমপুর আসনে এখনই প্রার্থী চূড়ান্ত করেনি তারা।