Advertisement
১১ জুন ২০২৪

পুলিশ বদলি নিয়ে নালিশ তৃণমূলের

সম্প্রতি রাজেশ কুমারকে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করে নির্বাচন কমিশন। সেই নিয়োগও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আজ কমিশনকে জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৩:২৬
Share: Save:

প্রথম পর্বের ভোটের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আজ স্বচ্ছতার দাবি জানালেন তৃণমূলের নেতারা। দলের পক্ষে আজ কমিশনের কাছে অভিযোগে জানানো হয়, ভোটের মুখে বিজেপিকে সুবিধে করে দিতেই পশ্চিমবঙ্গে পুলিশ আধিকারিকদের পরিকল্পিত ভাবে বদলি করা হচ্ছে।

সম্প্রতি রাজেশ কুমারকে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করে নির্বাচন কমিশন। সেই নিয়োগও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আজ কমিশনকে জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। কমিশন কর্তাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘তৃণমূল ছেড়ে যাওয়া এক গদ্দার বিজেপি নেতার ঘনিষ্ঠ নতুন পুলিশ কমিশনার। কেন্দ্রে ওই নেতা যখন মন্ত্রী ছিলেন তিনি তখন তাঁর ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছেন।’’ নাম না করেও আজ মুকুল রায়ের হস্তক্ষেপেই কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছেন তৃণমূলের প্রতিনিধিরা। ডেরেক ও’ব্রায়েনের কথায়, ‘‘কলকাতা এয়ারপোর্টের ডেপুটি কমিশনার নিজস্ব বিমানে নিয়ে যাওয়া কালো টাকা দমদম বিমানবন্দরে উদ্ধার করেছিলেন। তাকে পুরস্কৃত করার বদলে বদলি করা হয়েছে।’’ ডেরেকের অভিযোগ, ‘‘ওই কালো টাকা নির্বাচনের কাজে লাগানোর জন্য নিয়ে যাচ্ছিল বিজেপি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Commission TMC Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE