Advertisement
E-Paper

রথে সওয়ার দশরথও

রথ বলতে দুই ঘোড়ায় টানা গাড়ি। সেটাকেই সাজানো হয়েছিল তৃণমূলের পতাকা দিয়ে। তার উপরে গলায় ফুলের মালা পরে চ্যাংপাড়া, শোভাগঞ্জ এলাকায় ৪ কিলোমিটার রাস্তা ঘোরেন দশরথ।

পার্থ চক্রবর্তী

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৪:২০
প্রচারে দশরথ তিরকে। আলিপুরদুয়ারে। ছবি: নারায়ণ দে

প্রচারে দশরথ তিরকে। আলিপুরদুয়ারে। ছবি: নারায়ণ দে

রথে চেপেই প্রচারে বেরোলেন দশরথ। ডিসেম্বরে কোচবিহারেই বিজেপি ‘গণতন্ত্র বাঁচাও’ রথযাত্রার ডাক দিয়েছিল। তা শেষমেশ ভেস্তে যায়। এ বার ভোটের ঠিক মুখে সেই রথযাত্রাকেই ফিরিয়ে আনল তৃণমূল। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের এই ‘বিজয় রথ’ ঘিরে মঙ্গলবার ভিড়ও ছিল চোখ পড়ার মতো।

রথ বলতে দুই ঘোড়ায় টানা গাড়ি। সেটাকেই সাজানো হয়েছিল তৃণমূলের পতাকা দিয়ে। তার উপরে গলায় ফুলের মালা পরে চ্যাংপাড়া, শোভাগঞ্জ এলাকায় ৪ কিলোমিটার রাস্তা ঘোরেন দশরথ। সঙ্গে ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাসও। তৃণমূল সূত্রেই খবর, অনুপবাবুরই মস্তিষ্কপ্রসূত এই রথযাত্রা। বিধায়ক সৌরভ বলেন, “বিজেপির বাতানুকূল রথের চাকা আগেই থেমে গিয়েছে। আমাদের বিজয় রথযাত্রা শুরু হল।’’

বিজেপির বক্তব্য, ভোটে চমক দিতে চাইছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, রথ নিয়ে রাজনীতি শুরু করেছিল বিজেপিই। তাই চমক দিতে নয়, ভেবেচিন্তেই রথ নিয়ে বেরিয়েছিলেন তাঁরা। অনুপের কথায়, ‘‘এক সময় লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রায় বিজেপির লাভ হলেও, সারা দেশে সম্প্রীতির বাতাবরণ ভেঙে পড়ে। আমাদের রথ সম্প্রীতি রক্ষা করতে চায়।’’ অনেকের অবশ্য মত, রথ নিয়ে মানুষের আবেগই ব্যবহার করা হচ্ছে। প্রবীণেরা অবশ্য বলছেন, রথ শুধু যান নয়। প্রতীকও। উপনিষদে রয়েছে, রথ হল শরীর, আত্মা আরোহী, ঘোড়াগুলো ইন্দ্রিয় আর মন রশি। এ বার রাজনীতিতে তার কোনও প্রতিফলন কি দেখতে পাওয়া যাবে?

Lok Sabha Election 2019 Dasrath Tirkey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy