Advertisement
E-Paper

ছয় জেলার ভিভিপ্যাটে আর্দ্রতা নিরোধক কাগজ

দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের সব ক’টিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর সঙ্গে থাকবে ভিভিপ্যাট। ভোটদাতা যে প্রার্থীকে ভোট দিলেন তাঁর নাম ও প্রতীক ছাপা হবে ভিভিপ্যাটের কাগজে। ভোটদাতা ৭ সেকেন্ড তা দেখতে পাবেন। তার পর যন্ত্রের ভিতরেই নির্দিষ্ট ট্রে’তে ওই কাগজটি কেটে পড়ে যাবে।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৩:২৪

ভরা গরমে লোকসভা ভোট। এ বার তাপমাত্রা আরও বাড়তে পারে। রয়েছে আর্দ্রতার সমস্যাও। সে কথা মাথায় রেখে রাজ্যের ছ’টি জেলায় ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-এ ‘হাইলি হিউমিডিটি রেজ়িস্ট্যান্ট পেপার’ বা উচ্চ আর্দ্রতা নিরোধক কাগজ ব্যবহার হতে চলেছে। এই ধরনের বিশেষ কাগজ ব্যবহার হবে অসম, কেরল এবং ওড়িশাতেও।

দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের সব ক’টিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর সঙ্গে থাকবে ভিভিপ্যাট। ভোটদাতা যে প্রার্থীকে ভোট দিলেন তাঁর নাম ও প্রতীক ছাপা হবে ভিভিপ্যাটের কাগজে। ভোটদাতা ৭ সেকেন্ড তা দেখতে পাবেন। তার পর যন্ত্রের ভিতরেই নির্দিষ্ট ট্রে’তে ওই কাগজটি কেটে পড়ে যাবে।

গরমের কথা মাথায় রেখে দেশ জুড়েই ভিভিপ্যাটে বিশেষ থার্মাল কাগজ ব্যবহার করছে নির্বাচন কমিশন। তবে কমিশনের প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটি দেশের বিভিন্ন প্রান্তের গরম এবং আদ্রর্তার বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট মেনে, উচ্চ আর্দ্রতা নিরোধক কাগজ ব্যবহার হবে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অন্তর্গত ১২টি লোকসভা কেন্দ্রে। আগামী ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। ওই দুই কেন্দ্রের জন্য দিন দু’য়েকের মধ্যেই ওই বিশেষ কাগজ আসবে। সাধারণত, মে মাস থেকেই এ রাজ্যে আর্দ্রতা বাড়তে থাকে। আর মে মাসের মাঝামাঝিই উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচন হবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গরমের কারণে গত বছরের মে মাসে ভিভিপ্যাট-এ যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। এ রাজ্যের মহেশতলা বিধানসভার উপনির্বাচনে ভিভিপ্যাটে সমস্যার পিছনে অন্যতম কারণ হিসেবে গরমের প্রসঙ্গ উঠে এসেছিল। যদিও কমিশনের এক কর্তার কথায়, ‘‘যত ক্ষণ না ব্যবহার হচ্ছে, তত ক্ষণ বিশেষ কাগজের কার্যকারিতা সম্পর্কে সুনিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয়। তবেআমরা আশাবাদী।’’

Lok Sabha Election 2019 Politics Voter verifiable paper audit trail (VVPAT)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy