Advertisement
১৭ মে ২০২৪

ধৃত শ্রমিকদের জামিনে উদ্যোগী রাজ্য

মুখ্যমন্ত্রীর তরফ থেকে ওই শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

বাপি মজুমদার
হরিশ্চন্দ্রপুর শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০৪:১৩
Share: Save:

উত্তরপ্রদেশে আটক শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার ভাইস চেয়ারম্যান তজমুল হোসেন এ দিন ডাঙ্গিলা ও জনমদোলের শ্রমিকদের বাড়িতে যান। তিনি জানান, তাঁর সঙ্গে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে। পরিবহণমন্ত্রী বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তার পরেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে ওই শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

তজমুল বলেন, ‘‘প্রথম দিনই বলেছিলাম, লখনউয়ে ধৃতেরা নিরীহ। রুজির আশায় গিয়েছেন। বিষয়টি দিদি শুনেছেন।’’ তজমুল জানান, সোমবার রাতে তাঁকে ফোন করেন শুভেন্দু। তখন শুভেন্দু পুরুলিয়ায়, মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন। পরিবহণমন্ত্রী তখনই জানান, এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তজমুল বলেন, ‘‘শুভেন্দু জানান, উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের তরফে যোগাযোগ করা হয়েছে। ওদের শীঘ্র ছাড়িয়ে আনার চেষ্টা চলছে।’’

১৯ ডিসেম্বর উত্তরপ্রদেশে সিএএ বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময়ে হিংসার ঘটনায় জড়িত অভিযোগে হরিশ্চন্দ্রপুরের ডাঙ্গিলার চার জন ও জনমদোলের দু’জনকে সেখানকার গ্রেফতার করে পুলিশ। তাঁরা হজরতগঞ্জ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। আতঙ্কে উত্তরপ্রদেশ থেকে বাড়ি ফিরে আসেন হরিশ্চন্দ্রপুরের কয়েকশো শ্রমিকও।

আরও পড়ুন: ‘শুধু জানি ও হল এ দেশের মেয়ে, ভারতের মেয়ে’

জনমদোলের ধৃত শাহ আলমের বাবা মুখতার আলম, ডাঙ্গিলার ধৃত সাগর আলির বাবা আরিফুল ইসলামেরা জানান, তজমুলের কথা শুনে অনেকটাই ভরসা পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE