Advertisement
২০ মে ২০২৪

অমিল চিকিৎসক, উদ্বেগ মুখ্যমন্ত্রীর

প্রশ্নোত্তর পর্বে রাজ্যে চিকিৎসা সংক্রান্ত অন্য কাজে নিয়োগের তথ্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ০২:২৫
Share: Save:

কেন্দ্রীয় নিয়মের কারণেই রাজ্যে বেশি সংখ্যক চিকিৎসক তৈরি হলেও শূন্যপদ পূরণে ঘাটতি থেকে যাচ্ছে। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ফের এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বোঝাতে তিনি বলেন, ‘‘সম্প্রতি সরকারি বিজ্ঞাপন দেখে চিকিৎসকপদে ৮২০টি আবেদন জমা পড়েছিল। শেষ পর্যন্ত মাত্র ৩৯ জন চাকরিতে যোগ দিয়েছেন।’’

এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যে চিকিৎসা সংক্রান্ত অন্য কাজে নিয়োগের তথ্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর হিসেব অনুযায়ী ২০১৪ সাল থেকে বিভিন্ন পদে ৩৩ হাজার ৮৫৫ জনকে নিয়োগ করা হয়েছে। তবে চিকিৎসক পাওয়া যাচ্ছে না। কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর প্রশ্নের জবাবে চন্দ্রিমা জানান, নিউরোসার্জেনের অভাব খুব বেশি। মুখ্যমন্ত্রীও এ প্রসঙ্গে বলেন, ‘‘এই বিভাগে ছাত্রদের মধ্যেও আগ্রহ খুব কম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হলে আমি তাদের এই বিভাগে যাওয়ার জন্য উৎসাহ দিই।’’ তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ নদিয়ার ধুবুলিয়ায় রাজ্য সরকারের প্রস্তাবিত মেডিকেল কলেজের কাজ না এগোনয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকারি তরফে পদক্ষেপ করা হয়েছিল। যে সংস্থা কাজের টেন্ডার পেয়েছিল তারা কাজ শুরু করেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE