প্রথমে কুপিয়ে খুন স্ত্রীকে। দেহও টুকরো টুকরো করে কাটা হয়েছে। তার পর স্ত্রীর কলজে (হৃদ্পিণ্ড) ব্যাগে ভরে পাড়ায় ঘুরে বেড়ালেন স্বামী। ডেকে ডেকে দেখালেনও গ্রামবাসীদের।
শুক্রবার সকালে এই ঘটনায় শোরগোল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। গ্রামবাসীরাই পুলিশে খবর দিয়েছিলেন। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। উদ্ধার করে দীপালি রায় (৪৫) নামে সেই নিহত মহিলার দেহাংশ। কিন্তু তত ক্ষণে উধাও তাঁর স্বামী রমেশ রায়। তাঁর খোঁজে এলাকায় তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, দীপালির দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দিতে ঘটনাটি ঘটেছে। স্থানীয়েরা জানান, সকালে একটি ব্যাগে স্ত্রীর হৃদ্পিণ্ড ভরে এলাকায় ঘুরে বেরিয়েছেন রমেশ। এলাকার কয়েক জন ডেকে ডেকে তা দেখিয়েওছেন তিনি। এর পর গ্রামবাসীরা তাঁর বাড়িতে গিয়ে বিছানায় রক্ত দেখতে পান। এর পরেই খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে। স্থানীয়দের দাবি, রমেশ মানসিক ভারসাম্যহীন।
গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমা রায় বলেন, ‘‘আমাকে স্থানীয়েরা খবর দেন। আমি জানার পর পুলিশে খবর দিই। পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যে খুন করেছে, সে পলাতক।’’