Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সই জাল মামলায় আগাম জামিন মঞ্জুল ও শান্তনুর

পুলিশ জানায়, গাইঘাটা থানায় ১১ ফেব্রুয়ারি মঞ্জুলকৃষ্ণ ও শান্তনুর বিরুদ্ধে সই জালের অভিযোগ করেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৩:৩৪
Share: Save:

মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণিদেবীর সই জালের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁরা গ্রেফতারি এড়িয়েছিলেন। এ বার হাইকোর্ট থেকেই আগাম জামিন পেলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও শান্তনু ঠাকুর। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই দুই অভিযুক্তের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে শর্ত দিয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে তাঁদের।

পুলিশ জানায়, গাইঘাটা থানায় ১১ ফেব্রুয়ারি মঞ্জুলকৃষ্ণ ও শান্তনুর বিরুদ্ধে সই জালের অভিযোগ করেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর অভিযোগ, বীণাপাণিদেবী কিছু দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জাতীয় নাগরিকত্ব বিল মেনে নিতে অনুরোধ জানান। লেখেন, ওই বিল মেনে নিলে মতুয়ারা উপকৃত হবেন। মমতাবালা জানান, চিঠির সই বড়মার নয়। সই জালের ঘটনায় মঞ্জুল-শান্তনু জড়িত।

মঞ্জুলদের আইনজীবী লিটন মিত্র জানান, ১৪ মার্চ ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল, তাঁর মক্কেলদের দু’সপ্তাহ গ্রেফতার করা যাবে না। এ দিন তদন্তে সহযোগিতা করতে বলা ছাড়া আর কোনও শর্ত আরোপ করেনি কোর্ট। সরকারি কৌঁসুলি মধুসূদন শূর জানান, যে-চিঠি মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটি এখনও বাজেয়াপ্ত করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shantanu Thakur Matua Kolkata Highcourt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE