Advertisement
১৬ মে ২০২৪

জেরার মুখে ভেঙে পড়লেন মনোরঞ্জনা

আলিপুর জেলে গিয়ে সোমবার মদন মিত্রকে জেরা করেছিল সিবিআই। মঙ্গলবার আলিপুরেরই এক হাসপাতালে জেরা করা হল সারদা মামলায় অন্যতম অভিযুক্ত মনোরঞ্জনা সিংহকে। হাসপাতালের বিছানায় বসে বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত তদন্তকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মনোরঞ্জনা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ০৩:৪১
Share: Save:

আলিপুর জেলে গিয়ে সোমবার মদন মিত্রকে জেরা করেছিল সিবিআই। মঙ্গলবার আলিপুরেরই এক হাসপাতালে জেরা করা হল সারদা মামলায় অন্যতম অভিযুক্ত মনোরঞ্জনা সিংহকে। হাসপাতালের বিছানায় বসে বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত তদন্তকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মনোরঞ্জনা। সিবিআই সূত্রের খবর, জেরার মুখে বেশ কয়েক বার ভেঙেও পড়েন তিনি।

ওই হাসপাতালের কর্তাদের সঙ্গে কথা বলে মনোরঞ্জনার চিকিৎসা সংক্রান্ত কিছু নথিও নিয়ে এসেছেন তদন্তকারীরা। মনোরঞ্জনা কতটা অসুস্থ, তা খতিয়ে দেখতেই ওই নথি চেয়ে নেওয়া হয়েছে। এ দিন জেলে গিয়ে সারদা মামলায় অভিযুক্ত রমেশ গাঁধীকেও জেরা করেছে সিবিআই।

এ দিনই কলকাতা নগর দায়রা আদালতে তোলা হয় সারদা মামলায় মূল তিন অভিযুক্ত— ওই গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও সাংসদ কুণাল ঘোষকে। সেখানে সিবিআই জানায়, সারদা ট্যুর ও ট্রাভেলস মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। ফলে ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে চাইলে সিবিআইয়ের আপত্তি নেই। অভিযুক্তদের আইনজীবীরা জানান, এই মামলায় অনেক অভিযুক্ত এখনও অধরা। এই অবস্থায় বিচার প্রক্রিয়া শুরু করা সঙ্গত হবে না।

মনোরঞ্জনার বিরুদ্ধে এখনও চার্জশিট দেয়নি সিবিআই। গত ৭ অক্টোবর গ্রেফতারির চার দিনের মাথায় অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। পরে আদালতের নির্দেশে তাঁকে পাঠানো হয় আলিপুরের ওই হাসপাতালে। তখন থেকে হাসপাতালের ৭০৫ নম্বর ঘরই তাঁর ঠিকানা। তদন্তকারীদের বক্তব্য, এই জন্যই তাঁকে ভাল করে জেরা করা সম্ভব হয়নি। ৪২ কোটি টাকার বিনিময়ে নিজের ইংরেজি সংবাদ চ্যানেলের মালিকানা সুদীপ্তের হাতে তুলে দেন মনোরঞ্জনা। তার মধ্যে ১৯ কোটির হিসেব দিতে পারেননি তিনি। বিক্রির পরেও ওই চ্যানেলের নিয়ন্ত্রণ থেকে যায় তাঁর হাতেই। তার জন্য সুদীপ্তের কাছ থেকে বছরে ৪৩ লক্ষ টাকা বেতন নিতেন তিনি। পেতেন বিদেশি গাড়ি, বিদেশ সফরের খরচ, ফ্ল্যাট ভাড়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manoranjana singh madan mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE