Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোর্ট ছুটি, ভিডিওতেই হাজিরা মনুয়া, অজিতের

এ দিন জেলার বার অস্যোসিয়েশনের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে বারাসাত জেলা আদালতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। হাজিরার প্রক্রিয়া মেটানো হল ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্যে। কম্পিউটারের পর্দায় বিচারক দেখলেন তাদের। আগামী ২৩ জুন পরবর্তী হাজিরার নির্দেশ দিলেন তিনি।

কাঠগড়ায়: আদালত চত্বরে মনুয়া ও অজিত (ডান দিকে)। নিজস্ব চিত্র

কাঠগড়ায়: আদালত চত্বরে মনুয়া ও অজিত (ডান দিকে)। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০১:৩৪
Share: Save:

সকাল থেকেই বারাসত আদালতের সামনে ভিড় জমছিল। স্থানীয় যুবক অনুপম সিংহ খুনের মামলায় শুক্রবার আদালতে হাজির করানোর কথা ছিল ধৃতদের। অভিযুক্ত মনুয়া মজুমদার ও অজিত রায়ের উপস্থিতিতে বিক্ষোভ দেখানোর জন্য তাই অপেক্ষা করছিলেন অনুপমের বেশ কিছু প্রতিবেশী। কিন্তু তেমন কিছুই হল না। আদালতে হাজিরই করানো হল না মনুয়া ও অজিতকে। কারণ এ দিন জেলার বার অস্যোসিয়েশনের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে বারাসাত জেলা আদালতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। হাজিরার প্রক্রিয়া মেটানো হল ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্যে। কম্পিউটারের পর্দায় বিচারক দেখলেন তাদের। আগামী ২৩ জুন পরবর্তী হাজিরার নির্দেশ দিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই মামলার তদন্তকারী অফিসার আদালতের কাছে অজিতের ডিএনএ পরীক্ষার আবেদন করেন। তাই তার চুল ও রক্তের নমুনা সংগ্রহ করা হবে। বিচারক এ দিন আবেদন মঞ্জুর করেছেন। অনুপমের আইনজীবী সমর ঘোষাল জানিয়েছেন, বিচারক বারাসত জেলা আদালতের সুপারকে নির্দেশ দিয়েছেন মনুয়া ও অজিতকে হাসপাতালে নিয়ে আসা হলে তিনি যেন রক্ত ও চুলের নমুনা সংগ্রহে সাহায্য করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপম খুনের পরে তাঁর বাড়ি থেকে সিগারেটেরে ফিলটার ও চুল উদ্ধার করা হয়। সেগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। অজিতের রক্ত ও চুলের নমুনার ডিএনএ পরীক্ষার রিপোর্টের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। ওই নমুনা পাঠানো হবে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। এক পুলিশকর্তার কথায়, ‘‘ঘটনাস্থলে অজিতের উপস্থিতি প্রমাণ আরও জোরদার করতেই ডিএনএ পরীক্ষা হচ্ছে।’’ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মনুয়া ও অজিতের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ দিকে, এ দিন মনুয়া ও অজিতকে আদালতে হাজির না করানোয় ক্ষুদ্ধ ও হতাশ অনুপমের পড়শিরা। এর মধ্যেও রহস্যের গন্ধ দেখছেন তাঁরা। তাঁদের এক জন
সুজিত চট্টোপাধ্যায় বলেন, ‘‘আজ আদালত ছুটি থাকবে জেনেও কেন মনুয়া ও অজিতের হাজিরার দিন পাল্টানো হল না?’’

এ দিন শুধু যে মনুয়া ও অজিতকেই আদালতে হাজির করানো হয়নি তা নয়, আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় বিচারপ্রার্থী বহু মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। দূরদূরান্ত থেকে আসা বহু বিচারপ্রার্থীর পরিবারের লোকজন এসে ফিরে গিয়েছেন। যেমন মর্জিনা বিবি এসেছিলেন গুমা থেকে। আত্মীয় মোবাইল চুরির অভিযোগে জেলে আছে। এ দিন তাকে আদালতে তোলার কথা থাকলেও তোলা হয়নি। তিনি বলেন, ‘‘খাওয়া ও যাতায়াত খরচ মিলিয়ে পাঁচশো টাকা খরচ হল। আগে জানলে সমস্যা হতো না।’’

কেন ছুটি ছিল এ দিন? জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘‘জগন্নাথদেবের স্নানযাত্রার জন্য লোকাল হলিডে ছিল। হাইকোর্টের নির্দেশে বছরে দু’টি লোকাল হলিডে থাকে। এটি একটি। জানুয়ারিতেই তা জানিয়ে দিয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE