বারবার অবস্থান বদলে আর শক্তি বাড়িয়ে আবহবিদদের ফের ধাঁধায় ফেলেছিল বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘গোমেন’। অবশেষে বৃহস্পতিবার বিকাল ৪টে নাগাদ ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগে ঝড় নিয়ে সে আছড়ে পড়ল চট্টগার্ম উপকূলে। এর পরে তার লক্ষ্য দক্ষিণবঙ্গ। যদিও খুলনা, যশোহর হয়ে তার এই যাত্রাপথে অনেকটাই শক্তি কমে যাবে বলে মনে করছেন আবহবিদরা। তবে, গোমেনের লেজের ঝটকাতেই ঝড় বইতে শুরু করেছে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। সাগর, নামখানায় ফুঁসছে বঙ্গোপসাগর। প্রবল বৃষ্টি নেমেছে নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম ও বর্ধমানে। বাদ যায়নি দুই মেদিনীপুরও। গোমেনের অবশিষ্ঠাংশ যতই দক্ষিণবঙ্গের দিকে এগোবে, ততই দূর্ভোগ বাড়বে গাঙ্গেয় উপত্যকায়।
বুধবার সকাল থেকে বার বার অবস্থান পরিবর্তন করেছে সে। বুধবার সকালে অতি গভীর নিম্নচাপ হিসেবে সে ছিল কলকাতার ৩০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে। শক্তি বাড়তে বাড়তে বুধবার রাতে সে চলে যায় কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ফের সে চলে এসেছে কলকাতার ৩০০ কিলোমিটারের মধ্যে। তবে তাইল্যান্ডের নামকরণ করা ওই ঘূর্ণিঝড়টির চট্টগার্মে আছড়ে পড়ার পর কলকাতার সঙ্গে তার দূরত্ব কমে হয়েছে ২০০ কিলোমিটার।