Advertisement
১৯ মে ২০২৪

উপ নির্বাচনে ১০টি মহিলা পরিচালিত বুথ

মহিলা পরিচালিত ১০ টি মডেল ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হচ্ছে তমলুক লোকসভা উপ-নির্বাচনে৷ তমলুক ও হলদিয়া মহকুমার মোট ১০ টি ব্লক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

মহিলা পরিচালিত ১০ টি মডেল ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হচ্ছে তমলুক লোকসভা উপ-নির্বাচনে৷ তমলুক ও হলদিয়া মহকুমার মোট ১০ টি ব্লক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ প্রতিটি ব্লক শহরে একটি করে এই মডেল বুথ গঠন করা হচ্ছে। ভোটারদের নিশ্চিন্তে ভোট দান করার নানা রকম ব্যবস্থা থাকবে এই মডেল বুথগুলিতে৷ নন্দীগ্রাম-১ ব্লকের জানকীনাথ মন্দিরের পাশে বিএম বালিকা বিদ্যালয়, নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরের পাশে সিদ্ধনাথ বালিকা বিদ্যালয়-এমনই কয়েকটা বুথ। জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘ভোটপর্ব পরিচালনার মতো কঠিন দায়িত্ব সামলাতে সক্ষম মহিলারা৷ আগেও মহিলা পরিচালিত বুথে সাফল্য মিলেছে। তাই এ বার বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।’’

পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক লোকসভা উপ-নির্বাচন আগামী ১৯ নভেম্বর ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, নন্দীগ্রাম ১ ও ২ ব্লক-সহ মহিষাদলের দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, হলদিয়ার রামচাঁদ হল, ময়নার দক্ষিণ অনুক্ষা মোক্ষদা বিদ্যাভবন, তমলুকের নাইকুড়ি ঠাকুরদাস ইনস্টিটিউশন, নন্দকুমারের বাসুদেবপুর কন্যাগুরুকুল বালিকা বিদ্যালয় এবং শহিদ মাতঙ্গিনীর রামচন্দ্রপুর বৈকুন্ঠ বিদ্যাপীঠ স্কুলগুলিকে মহিলা মডেল বুথ করা হচ্ছে।

এই মডেল বুথগুলিতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলে ছাউনিতে বৈদ্যুতিক পাখার নিচে বিশ্রাম নিতে পারবেন ভোটাররা৷ পিপাসা মেটানোর জন্য থাকবে পানীয় জল৷ থাকবে চা পান করার ব্যবস্থা৷ কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর পরিষেবার জন্য পহাজির থাকবেন চিকিৎসক। মহিলারাই মডেল বুথগুলিতে ভোট পর্বের সব কাজ করবেন৷ একজন প্রিসাইডিং ও তিনজন পোলিং অফিসার মোট চারজন মহিলা ভোট পরিচালনা করবেন। কোন বুথ কত ভাল পরিষেবা দিতে পারে তারও মূল্যায়ন করা হবে৷ প্রতিটি বুথের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে৷ মডেল বুথ পরিচালনায় শীর্ষে থাকবেন বিডিও। পরিষেবা ও কর্মদক্ষতার দিক থেকে সফল বুথের মহিলাকে ২০১৭ সালের ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসের দিন সম্মান জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

By-election women polling station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE