সব্জি বোঝাই গাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম মোহন সাঁতরা এবং প্রণব নস্কর। মোহনের বাড়ি হাওড়া জেলার উদয়নারায়নপুরে এবং প্রণবের বাড়ি ডোমজুড় থানা এলাকায়।
রবিবার রাতে ডেবরা থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, একটি সব্জি বোঝাই পিক আপ ভ্যানে গাঁজার বস্তা রয়েছে। যা উড়িষ্যার দিক থেকে খড়্গপুর হয়ে হাওড়ার দিকে আসছে। জাতীয় সড়কের উপর অভিযান চালানোর সময় ওই সব্জির গাড়িকে পেয়ে যায় পুলিশ। তল্লাশির সময় সব্জি গাড়ি থেকে দুই বস্তা গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি বস্তাতে প্রায় ৫২ কেজি গাঁজা রয়েছে। ওই গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। সোমবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে।