Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এ বার তৃণমূলে যোগ দিচ্ছেন সুমন

এ বার যুব তৃণমূলে যোগ দিচ্ছেন সুমন সাউ। ‘পুরস্কার’ হিসেবে সুমনকে শাসক দলের যুব সংগঠনে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। গত শনিবার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে রাতারাতি সংবাদ শিরোনামে এসেছেন নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া গ্রামের বাসিন্দা বছর পঁচিশের এই যুবক।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০০:১০
Share: Save:

এ বার যুব তৃণমূলে যোগ দিচ্ছেন সুমন সাউ। ‘পুরস্কার’ হিসেবে সুমনকে শাসক দলের যুব সংগঠনে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। গত শনিবার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে রাতারাতি সংবাদ শিরোনামে এসেছেন নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া গ্রামের বাসিন্দা বছর পঁচিশের এই যুবক।

মাস খানেক আগে ভারতীয় জনতা যুব মোর্চার ঝাড়গ্রাম জেলা সভাপতি পদ থেকে সুমনকে সরিয়ে দেয় বিজেপি-র রাজ্য নেতৃত্ব। যুব তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি অবশ্য দাবি করেছেন, “সুমন বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক মত ও পথের বিকল্প এ রাজ্যে আর কিছুই নেই। তাই তিনি যুব তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। বিষয়টি রাজ্য কমিটিকে জানানো হয়েছে। অনুমোদন এলেই সুমনকে সংগঠনে নেওয়া হবে।” আর সুমন বলেন, “তৃণমূলে যোগ দিতে চেয়ে নেতৃত্বের কাছে আবেদন করেছি। এর বেশি কিছু বলব না।”

বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ ও শাসকদলের কথামতো দিলীপবাবুর বিরুদ্ধে সাজানো অভিযোগ দায়ের করেছেন সুমন। বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী বলেন, “গত দু’বছরে ভারতীয় জনতা যুব মোর্চা করার জন্য সুমনের বিরুদ্ধে চারটি মামলা রুজু হয়েছিল। ২০১৫-র গোড়ায় গ্রেফতার হয়ে মাস খানেক তিনি জেলেও ছিলেন। মামলা গুলি এখনও চলছে। ফলে, এটা সুমনকে চাপ দিয়ে করানো হয়েছে, সেটা পরিষ্কার।” অভিযোগ উড়িয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত বলেন, “সুমন সজ্ঞানে পুলিশের কাছে গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। কোনও ভাবে তাঁকে প্ররোচিত করা হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc Suman Shaw
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE