Advertisement
০৮ মে ২০২৪

বিজ্ঞান মঞ্চের সম্মেলন শহরে

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এ দিন মেদিনীপুর কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত সম্মেলনে মঞ্চের মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পদে পুনর্নিবার্চিত হন বাবুলাল শাসমল।

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০০:০১
Share: Save:

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এ দিন মেদিনীপুর কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত সম্মেলনে মঞ্চের মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পদে পুনর্নিবার্চিত হন বাবুলাল শাসমল। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সুধীন্দ্রনাথ বাগ। সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সহ-সভাপতি তপন মিশ্র, জেলা সভাপতি মনোরঞ্জন মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনে যোগ দেন মোট ১২২ জন প্রতিনিধি। ৩৯ জনের নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়।

এ দিন বিকেলে এক অনুষ্ঠানে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষায় মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সফল পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অমরকুমার শীল, শিক্ষক অশোককুমার ঘোষ প্রমুখ। সংগঠনের সম্পাদক বাবুলাল শাসমল জানান, ৮টি শ্রেণির প্রায় ২ হাজার পাঁচশো জন পড়ুয়া এই অভীক্ষায় যোগ দিয়েছিলেন। বিভিন্ন বিভাগের ৫০৩ জনকে পুরস্কৃত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE