Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভিষেক-ইন্দ্রনীলে জমজমাট প্রচার পশ্চিমে

দেবের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়— শেষের প্রচার জমিয়ে দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি। ঘণ্টা খানেকের রোড শো, হুড খোলা গাড়িতে উজ্জ্বল যুব নেতা, মুখে লেগে থাকা চওড়া হাসি আর মাঝে মাঝেই হাতজোড় করা জনসংযোগ— সব মিলিয়ে শেষ বেলায় স্কোর কার্ড অনেকটাই এগিয়ে নিল তৃণমূল। তবে অভিষেক একা নন, সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেনও। ফলে গায়ক নেতাকে দেখতেও অনেকেই ভিড় জমিয়েছিলেন রাস্তার পাশে।

তৃণমূলের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

তৃণমূলের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়ার শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০০:৫১
Share: Save:

দেবের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়— শেষের প্রচার জমিয়ে দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি। ঘণ্টা খানেকের রোড শো, হুড খোলা গাড়িতে উজ্জ্বল যুব নেতা, মুখে লেগে থাকা চওড়া হাসি আর মাঝে মাঝেই হাতজোড় করা জনসংযোগ— সব মিলিয়ে শেষ বেলায় স্কোর কার্ড অনেকটাই এগিয়ে নিল তৃণমূল। তবে অভিষেক একা নন, সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেনও। ফলে গায়ক নেতাকে দেখতেও অনেকেই ভিড় জমিয়েছিলেন রাস্তার পাশে।

বৃহস্পতিবার দেড়টা নাগাদ খড়ারে পৌঁছন অভিষেক। পরে পুরসভার কমবেশি ১০ টি ওয়ার্ডেই রোড-শো করেন। হুডখোলা গাড়িতে তাঁর সঙ্গী ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, বিধায়ক শঙ্কর দোলুই, খড়ারের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়ও। খড়ার ছাড়াও দলপতিপুর, কৃষ্ণপুর, উদয়গঞ্জ প্রভৃতি এলাকা ঘুরে প্রচার করেন। তবে কোথাও কোনও বক্তব্য রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময় শেষের ঠিক মিনিট সাতেক আগে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। তারপরেই খড়ার ছাড়েন।

প্রায় এক ঘণ্টার রোড শো-তে অভিষেক ও ইন্দ্রনীল সেনকে দেখেতে রাস্তায় উপচে পড়েছিল ভিড়। ফলে মুখে হাসি লেগেই ছিল নেতাদের। সঙ্গে হাতজোড় করে সম্ভাষণ, ভোট প্রার্থনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করতে দেখে অনেকেই প্রতি নমস্কারও জানান। মোবাইলে ছবি তোলার হিড়িকও দেখা গিয়েছে যুব নেতাকে ঘিরে। তবে অনেকেই ক্ষুব্ধ ইন্দ্রনীল সেনকে দেখেত না পেয়ে। তাঁদের অভিমানী অনুযোগ অভিষেকের পিছনে থাকায় গায়ক ইন্দ্রনীলকে দেখতে পাননি। তবে এ দিনও সকাল থেকেই রোদ ছিল চড়া। তবু দুপুরেই রোড শো শুরু হয়। আর তাতে যথেষ্ট সাড়াও মিলেছে। তবে সময় একেবারেই ছিল না তাই কোনও এলাকাতেই কোনও বক্তব্য রাখতে পারেননি অভিষেক বা কোনও নেতা।

দলীয় কোন্দলে জেরবার ঘাটালের খড়ার পুরসভার তৃণমূল নেতৃত্ব। প্রার্থী তালিকা প্রকাশের পরেও চলেছে সেই অশান্তি। এমনকী সে খবর পৌঁছেছে কালীঘাটে খোদ সুপ্রিমোর কাছেও। একাধিক বার দলের জেলা সভাপতি দীনেন রায়, শঙ্কর দোলুইরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। লাভ হয়নি। তবু জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূল। কারণ হিসাবে নেতৃত্বের দাবি, পঁচিশ বছর পর বাম জমানার অবসান ঘটিয়েছে তৃণমূল।

এ দিকে বৃহস্পতিবার শেষ প্রচারে সব রাজনৈতিক দলই মরিয়া প্রচার করেছে কেউ টোটো, কেউ মারুতি চড়ে। এ দিন সাত সকালেই টোটোয় করে প্রচারে বেরোন ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা ঘাটাল কলেজের টিচার ইন চার্জ লক্ষ্মীকান্ত রায়। প্রচারে তাঁর দুই প্রতিপক্ষ সিপিএমের শ্রীকৃষ্ণ শীল ও নির্দল প্রার্থী অনুপ চক্রবর্তীও প্রচার করেন। শেষ দিনের প্রচারে উন্নয়ন বিচার করেই দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানান ক্ষীরপাই পুরসভার বিদায়ী পুরপ্রধান দুর্গাশঙ্কর পান। ক্ষীরপাই পুরসভায় সিপিএমের প্রার্থী বিমান অধিকারীও পথ সভা করেন।

রামজীবনপুর পুরসভায় তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে দু’টি প্রচার গাড়ি বের হয়। এ দিন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, পুরসভার বিদায়ী চেয়ারম্যান শিবরাম দাস ও জেলা তৃণমূলের সভাপতি দীনেন রায়কে নিয়ে পথসভা করেন। বুধবারই রামজীবনপুরে রোড-শো করে গিয়েছেন তমলুকের সাংসদ
শুভেন্দু অধিকারী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE