মাত্র চার দিনের মধ্যে আরও এক ছাত্রের মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। জানা গিয়েছে, শ্বাসনালীতে ওষুধ আটকে শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করে। তবে কোনও লাভ হয়নি। কিছু ক্ষণ পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম চন্দ্রদ্বীপ পাওয়ার (১৯)। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। নেহেরু হলে থাকতেন। বাড়ি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায়। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন চন্দ্রদ্বীপ। সেই সময় কোনও কারণে শ্বাসনালীতে ওষুধ আটকে যায়। শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করলেও শেষ রক্ষা হয়নি। মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।
আরও পড়ুন:
সোমবার রাতের ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ শ্বাসনালীতে ওষুধ আটকে আইআইটি খড়্গপুরের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। আইআইটি ক্যাম্পাসে অবস্থিত হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসা চলাকালীনই ওই পড়ুয়ার মৃত্যু হয়। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।”
গত শুক্রবার আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া ঋতম মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। মাত্র চার দিনের মধ্যেই ফের দুর্ঘটনায় শোকস্তব্ধ আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই নিয়ে চলতি বছরে সাত মাসেই পাঁচ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হল ওই ক্যম্পাসে।