Advertisement
০২ মে ২০২৪
ঝাড়গ্রাম থানায় দলেরই প্রাক্তন যুব নেতা

দিলীপের বিরুদ্ধে থানায় নালিশ

ক’দিন আগেও তিনি ছিলেন বিজেপি যুব মোর্চার ঝাড়গ্রাম জেলা সভাপতি। সেই সুমন সাউ এ বার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তুষার ঘোষের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় নালিশ জানালেন।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০০:০৩
Share: Save:

ক’দিন আগেও তিনি ছিলেন বিজেপি যুব মোর্চার ঝাড়গ্রাম জেলা সভাপতি। সেই সুমন সাউ এ বার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি তুষার ঘোষের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় নালিশ জানালেন। তার ভিত্তিতে দিলীপবাবু ও তুষারবাবুর বিরুদ্ধে রাজনৈতিক উস্কানির অভিযোগে এবং অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়েছে।

১০ ডিসেম্বর, শনিবার যুব মোর্চার ঝাড়গ্রাম জেলা সম্মেলনে দিলীপবাবু ও তুষারবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষকে কড়া ভাষায় বেঁধেন। দিলীপবাবু তো মুখ্যমন্ত্রীকে ‘আধাপাগল’ এবং ভারতীদেবীকে ‘দিদির (মুখ্যমন্ত্রীর) নিজের মেয়ে’ বলে কটাক্ষ করেন। লিখিত অভিযোগে সুমনের দাবি, দলের দুই রাজ্য নেতার এই ধরনের মন্তব্য শুনে প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই দিলীপবাবুর সঙ্গীরা বন্দুক দেখিয়ে সুমনকে হুমকি দেয়।

বছর পঁচিশের সুমনের বাড়ি নয়াগ্রামের কলমাপুকুরিয়ায়। ২০১৪ সালে নয়াগ্রামে বিজেপি যুব মোর্চার অঞ্চল স্তরের কর্মী ছিলেন সুমন। ওই বছরই শেষে নাগাদ ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক হন তিনি। তারপর ২০১৫-র জানুয়ারিতে সুমন-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী ডাকাতির মামলায় গ্রেফতার হন। মাস খানেক জেলও খাটেন সুমন। এরপরই ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার সভাপতি হয়ে যান সুমন। তবে বিধানসভা ভোটের পরে বসে যান বিজেপির এই যুব নেতা। তারপর নয়াগ্রামে তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে সুমনের ঘনিষ্ঠতা তৈরি হয়। গত নভেম্বরে সুমনকে ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে রাজনৈতিক স্বার্থে সুমন মিথ্যা অভিযোগ করেছেন বলে বিজেপি-র দাবি। যুব মোর্চার বর্তমান ঝাড়গ্রাম জেলা সভাপতি অনুরণ সেনাপতি বলেন, ‘‘শনিবার সম্মেলনে সুমন আসেননি। সব মনগড়া।’’

যদিও সুমনের বক্তব্য, “দিলীপবাবু ও তুষারবাবুর বিদ্বেষমূলক ও অসাংবিধানিক মন্তব্যের প্রতিবাদ করায় দিলীপবাবুর লোকেরা বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছে। তাই নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE