Advertisement
E-Paper

যুবদের পাশে পেতে বিজেপির ফুটবল

বিজেপির যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। টুর্নামেন্টের রূপরেখা চূড়ান্ত করতে আজ, বৃহস্পতিবার মেদিনীপুরে এক বৈঠক হওয়ার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০০:২৪

যুবদের কাছে টানতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন নতুন নয়। সিপিএম, তৃণমূলের মতো রাজনৈতিক দলের যুব সংগঠন যেমন এমন আয়োজন করে, তেমনই জনসংযোগে পুলিশের উদ্যোগেও ফুটবল টুর্নামেন্ট হয় জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরে। এ বার সেই একই পথে পা বাড়াচ্ছে বিজেপিও।

বিজেপির যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। টুর্নামেন্টের রূপরেখা চূড়ান্ত করতে আজ, বৃহস্পতিবার মেদিনীপুরে এক বৈঠক হওয়ার কথা। প্রস্তুতি বৈঠকে উপস্থিত থাকার কথা বিজেপির যুব সংগঠন যুব মোর্চার রাজ্য নেতৃত্বেরও। সংগঠনের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড় চলছে তা মানছেন যুব মোর্চার জেলা সভাপতি অরূপ দাস। অরূপবাবু বলেন, ‘‘শুরুতে ব্লকস্তরে এই টুর্নামেন্ট হওয়ার কথা। পরে জেলাস্তরে হবে। গ্রামেগঞ্জে ফুটবলের প্রসারেই এই আয়োজন।’’

পঞ্চায়েত নির্বাচনের আগে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যে বিভিন্ন ক্লাবের সঙ্গে জনসংযোগ গড়ার চেষ্টা হবে, তা মানছেন যুব মোর্চার অন্য এক জেলা নেতা। তাঁর কথায়, ‘‘এমন টুর্নামেন্টের মাধ্যমে জনসংযোগ গড়ে ওঠে। প্রচুর যুবকের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি হয়। জনসংযোগ না থাকলে কর্মসূচি ব্যাহত হয়। সংগঠনও নড়বড়ে হয়।’’

পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার ৫৫টি মণ্ডল কমিটি রয়েছে। সব কমিটি অবশ্য সমান সক্রিয় নয়। বেশ কয়েকটি নিষ্ক্রিয়। যুব মোর্চার এক জেলা নেতার কথায়, “যদি ২৫- ৩০টি মণ্ডলে এই টুর্নামেন্ট করা যায় তাহলেও প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। এক-একটি মণ্ডলে ৮টি করে ক্লাবকে নিয়ে টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে। মণ্ডলস্তরে যে ক্লাব সেরা হবে, সেই ক্লাব জেলাস্তরে খেলবে। সেরা ক্লাবকে আমরা পুরস্কৃতও করব।’’

ইতিমধ্যে ব্লক ধরে ধরে ক্লাবগুলোর তালিকা তৈরি করতে শুরু করেছে যুব তৃণমূলও। তৃণমূল-আমলে বহু ক্লাব সরকারি অনুদান পেয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত ক্লাবগুলোর পাশাপাশি যে সব ক্লাব এখনও অনুদান পায়নি তারও তালিকা তৈরি হচ্ছে। যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি মানছেন, “জেলার ক্লাবগুলোকে নিয়ে একটা বৈঠক হবে। ব্লক থেকে ক্লাবগুলোর তালিকা চেয়েছি।’’ রাজনৈতিক মহল মনে করছে, ক্লাব-সংযোগের মধ্য দিয়ে পঞ্চায়েতের আগে দলের ভিত আরও মজবুত করতে চাইছে তৃণমূল। জমি ছাড়তে নারাজ বিজেপিও। যুবদের কাছে টানতে এ বার তাই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। নিচুতলায় দলের ভিত মজবুত করতে স্থানীয়দের সঙ্গে নিবিড় সম্পর্কের উপর জোর দিচ্ছে গেরুয়া-শিবির। ক্লাব-সংযোগের মধ্য দিয়ে এলাকার যুব সমাজকেই পাশে পেতে চাইছে তারা। অগস্টে জেলাস্তরের ফুটবল মেদিনীপুরে করার পরিকল্পনাই রয়েছে যুব মোর্চার।

BJP Football tournament বিজেপি জঙ্গলমহল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy