গড়বেতায় অবৈধ ভাবে পাট্টার জমি অর্থের বিনিময়ে হস্তান্তর হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিল বিজেপি। এ বার বিজেপির এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করলেন এই দুর্নীতির বিষয়টি বিধানসভায় তোলার জন্য। সোমবার শুভেন্দু অধিকারীর কাঁথির ঠিকানায় স্পিডপোস্ট করে এই আবেদন করেন বিজেপির গড়বেতা গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত সদস্য সাহেব সিদ্ধান্ত। বিজেপির পক্ষ থেকেও এ বিষয়ে হস্তক্ষেপ করতে শীর্ষ নেতৃত্বকে বলা হয়েছে।
বিজেপির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করা হচ্ছে, গড়বেতার আমলাগোড়া ও গনগনি মৌজায় বেশকিছু খাসজমি ও পাট্টাপ্রাপ্ত জমি শাসকদলের মদতে দখল হয়ে গিয়েছে। এ নিয়ে বিজেপির গড়বেতা পশ্চিম মণ্ডলের পক্ষ থেকে গড়বেতা ১ বিডিও, বিএলআরও দফতরে স্মারকলিপিও দেওয়া হয়। কয়েকদিন আগে এ নিয়ে গড়বেতায় পথে নেমে মিছিল করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। এ বার এই বিষয়ে বিরোধী দলনেতার হস্তক্ষেপ চাইল স্থানীয় বিজেপি নেতৃত্ব। গড়বেতা গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য সাহেব সিদ্ধান্ত সোমবার বিরোধী দলনেতা শুভেন্দুর কাছে আবেদন করে বলেছেন, ‘‘আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে, গড়বেতা ১ ব্লকে পাট্টার ও খাসজমি সংক্রান্ত দুর্নীতির বিষয়টি যদি আপনি বিধানসভাতে তুলে ধরেন, তা হলে গড়বেতার সাধারণ মানুষ সুবিচার পাবেন।’’ সাহেব বলেন, ‘‘শুভেন্দুবাবুর কাঁথির ঠিকানায় স্পিডপোস্টে আবেদন পাঠিয়েছি।’’
বিরোধী দলনেতাকে পাঠানো আবেদনে বিজেপির পঞ্চায়েত সদস্য লেখেন - ‘বিগত প্রায় ১৫ বছর ধরে আমলাগোড়া ও গনগনি মৌজায় বেশকিছু খাসজমি ও পাট্টাপ্রাপ্ত জমি শাসকদলের মদতে দখল হয়ে গিয়েছে, এবং বেশ কিছু সরকারি কর্মচারীর পরিবার ও শাসকদলের নেতা- নেত্রীকে সম্পূর্ণ অবৈধভাবে পাট্টা প্রদান করা হয়েছে। এমনকি উপযুক্ত অনুমোদন ছাড়া নির্মাণ কাজ চলছে কিছু স্থানে’। যদিও এ নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, ‘‘কে কোথায় অভিযোগ করছে জানি না, সরকারি জমি নিয়ে কোনও অভিযোগ থাকলে প্রশাসন খতিয়ে দেখবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)