Advertisement
E-Paper

নিরাপত্তায় নাকা, ফ্লাইং স্কোয়াডও

নিরাপত্তায় কী কী বন্দোবস্ত থাকছে সবংয়ে? পুলিশের এক সূত্রে খবর, সবমিলিয়ে ৮টি জায়গায় নাকা থাকবে। সবংয়ের পাশে পূর্ব মেদিনীপুরের সীমানা রয়েছে। সীমানা এলাকায়ও নাকা থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০১:২৩
সবংয়ে ভোটকেন্দ্রের পথে কর্মীরা। খড়্গপুরে। ছবি: দেবরাজ ঘোষ

সবংয়ে ভোটকেন্দ্রের পথে কর্মীরা। খড়্গপুরে। ছবি: দেবরাজ ঘোষ

এলাকার প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় শূন্য হয়েছিল সবং বিধান সভা কেন্দ্রটি। আজ, বৃহস্পতিবার এই কেন্দ্রে উপ-নির্বাচন। ভোট নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা থাকবে সবংয়ে। থাকবে নাকা, ফ্লাইং স্কোয়াডও।

নিরাপত্তায় কী কী বন্দোবস্ত থাকছে সবংয়ে? পুলিশের এক সূত্রে খবর, সবমিলিয়ে ৮টি জায়গায় নাকা থাকবে। সবংয়ের পাশে পূর্ব মেদিনীপুরের সীমানা রয়েছে। সীমানা এলাকায়ও নাকা থাকবে। যাতে পাশের জেলা থেকে এসে কেউ অশান্তি পাকাতে না পারে। চলবে তল্লাশিও। এক-একটি নাকায় ৫ জন করে পুলিশকর্মী থাকবেন। এর মধ্যে ১ জন করে এসআই কিংবা এএসআই, ৪ জন করে কনস্টেবল থাকবেন। এরমধ্যে ২ জন মহিলা কনস্টেবল। ৩টি ফ্লাইং স্কোয়াড থাকবে। কোথাও কোনও অশান্তির খবর এলেই এই স্কোয়াড সেখানে পৌঁছে যাবে। দ্রুত ব্যবস্থা নেবে। ফ্লাইং স্কোয়াডে কেন্দ্রীয় বাহিনীও থাকবে। এক-একটি স্কোয়াডে ৯ জন করে থাকবেন। এরমধ্যে ১ জন করে এসআই। আর ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৮ জন জওয়ান। ৩টি পরিসংখ্যান নজরদারি টিমও থাকছে। এই টিম সার্বিক পরিস্থিতির উপরই নজর রাখবে। এই টিমেও ৫ জন করে পুলিশকর্মী থাকবেন। এরমধ্যে ১ জন করে এসআই কিংবা এএসআই। ৪ জন করে কনস্টেবল থাকবেন। এরমধ্যে ২ জন মহিলা কনস্টেবল।

সবংয়ে ৩০৬টি বুথ রয়েছে। পুলিশ-প্রশাসনের এক সূত্রে খবর, এরমধ্যে ১৩৮টি বুথকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে এক ক্যাম্পাসে একটিই বুথ রয়েছে, এমন বুথের সংখ্যা ৯৪। এক ক্যাম্পাসে দু’টি বুথ রয়েছে, এমন বুথের সংখ্যা ৪৪। পুলিশ-প্রশাসনের এক সূত্রের দাবি, বাকি ১৬৮টি বুথ তেমন উত্তেজনাপ্রণব নয়। উত্তেজনাপ্রবণ বুথগুলোয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। উত্তেজনাপ্রবণ বুথগুলোয় হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ, উত্তেজনাপ্রবণ এক-একটি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন।

সবংয়ে ঠিক কত পুলিশকর্মী থাকছেন? পুলিশের এক সূত্রে খবর, ইন্সপেক্টর পদমর্যাদার ১৯ জন থাকবেন। এসআই-এএসআই পদমর্যাদার ৮০ জন থাকবেন। পুলিশকর্মী থাকবেন সবমিলিয়ে ১ হাজার ৬২ জন। এরমধ্যে ৫২০ জন সশস্ত্র পুলিশকর্মী। দিন কয়েক আগেই সবংয়ে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। বিরোধীদের বক্তব্য, গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনও অবাধ ও শান্তিপূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কমিশন। কিন্তু তা হয়নি। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। জেলা পুলিশের এক কর্তার অবশ্য আশ্বাস, “ভোট নির্বিঘ্নে হবে।”

Sabang Bypoll Central Force Sabang
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy