Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিশ্ব সমুদ্র দিবসে সাফাই অভিযান

দিঘার সমুদ্র সৈকতে জমে থাকা নোংরা আবর্জনা সাফাই অভিযান চালাল কাঁথির চন্দনপুর হাইস্কুল ও দুলালপুর কে এম বিদ্যাবনের ছাত্রছাত্রীরা। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এই সাফাই অভিযানের উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের এমপিইডিএ (সামুদ্রিক পণ্য রফতানি উন্নয়ন সংস্থা)-র নেট ওয়ার্ক ফর ফিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ফিশিং বা সংক্ষেপে নেট ফিশ।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:৪৩
Share: Save:

দিঘার সমুদ্র সৈকতে জমে থাকা নোংরা আবর্জনা সাফাই অভিযান চালাল কাঁথির চন্দনপুর হাইস্কুল ও দুলালপুর কে এম বিদ্যাবনের ছাত্রছাত্রীরা। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এই সাফাই অভিযানের উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের এমপিইডিএ (সামুদ্রিক পণ্য রফতানি উন্নয়ন সংস্থা)-র নেট ওয়ার্ক ফর ফিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ফিশিং বা সংক্ষেপে নেট ফিশ। রবিবার সকাল থেকে দুই স্কুলের ছাত্রছাত্রীরা সৈকত থেকে প্লাস্টিকের কাপ, জলের বোতল, ডাবের খোলা। ছেড়া চটি-সহ নানা আবর্জনা পরিষ্কার করে।

পরে দিঘা বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব সমুদ্র দিবস নিয়ে একটি আলোচনা চক্র ও কর্মশালা অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে এম পি ডিএর উপ অধিকর্তা, কে ভি প্রেমদেভ, মৎস্য দফতরের সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) রামকৃষ্ণ সর্দার, কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মী নারায়ণ জানা ও বিশিষ্ট প্রাবন্ধিক প্রবালকান্তি হাজরা ও নেটফিশের রাজ্য সঞ্চালক অতনু রায় প্রমুখ অংশ নেন। উপকূলীয় বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র ও সমুদ্রদূষণ নিয়ে তথ্যচিত্রের মাধ্যমে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE