Advertisement
০৫ মে ২০২৪

পুরসভায় কর্মী নিয়োগের পরীক্ষার আগে লিফলেট

তিনটি বিভাগে চারজনকে স্থায়ীপদে নিয়োগ করবে ক্ষীরপাই পুরসভা। আজ, বৃহস্পতিবার লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার আগের দিন, বুধবার শহর জুড়ে বিলি হয়েছে লিফলেট

ছড়িয়েছে এই লিফলেটই। নিজস্ব চিত্র

ছড়িয়েছে এই লিফলেটই। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০০:৩৪
Share: Save:

পুরসভায় কর্মী নিয়োগের আগে লিফলেট পড়ল ক্ষীরপাই শহরে।

ওয়ার্ক সরকার, গ্রুপ সি এবং গ্রুপ ডি মোট— তিনটি বিভাগে চারজনকে স্থায়ীপদে নিয়োগ করবে ক্ষীরপাই পুরসভা। আজ, বৃহস্পতিবার লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার আগের দিন, বুধবার শহর জুড়ে বিলি হয়েছে লিফলেট। শহরে নাগরিকবৃন্দের তরফে দেওয়া ওই লিফলেটে কর্মপ্রার্থীদের ভাবনাচিন্তা করে পরীক্ষায় বসার আর্জি রাখা হয়েছে। পরীক্ষার আগেই নির্দিষ্ট পদের জন্য কয়েকজনকে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। চেয়ারম্যান এবং বিধায়ক ছায়া দোলইয়ের নাম উল্লেখ করে লিফলেটে বলা হয়েছে, ইতিমধ্যেই ওই পদগুলিতে অর্থের বিনিময়ে লোক নির্দিষ্ট হয়ে গিয়েছে।

এই লিফলেটকে কেন্দ্র করে শাসক দলকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। ক্ষীরপাই শহরের বিজেপি নেতা তরুণ দে বলেন, ‘‘কর্মী নিয়োগকে কেন্দ্র করে কেন বারবার এ ধরনের অভিযোগ উঠেছে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রকট তা এই লিফলেট থেকে বোঝা যায়।’’

যদিও এই লিফলেটকে গুরুত্ব দিতে নারাজ পুর কর্তৃপক্ষ। চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, “সাহস থাকলে নাম দিয়ে লিফলেট দিক। এমন কাজে কারা যুক্ত তা চিহ্নিত করা হয়েছে। প্রশাসনকে জানানো হবে।” গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই লিফলেট? চেয়ারম্যানের জবাব, ‘‘আমাদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’ বিধায়ক ছায়া দোলই বললেন, “আমি এমন কথা শুনিনি। খোঁজ নেব।’’

মাস দুয়েক আগে ক্ষীরপাই শহরে এক পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সাদা কাগজে লাল কালিতে লেখা সেই পোস্টারে চাকরির প্রশিক্ষণকেন্দ্রের খোঁজ দেওয়া হয়েছিল। ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে দেওয়া হয়েছিল পুরসভার ল্যান্ডলাইন নম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corporation Corruption Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE