Advertisement
২০ মে ২০২৪

স্বর্ণশিল্পীদের কাজে ফেরানোর দাবি

নোটের চোটে কাজ হারিয়ে ভিন্‌ রাজ্য থেকে বাড়ি ফিরছেন অনেকে। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে সধারন মানুষের হয়রানি ও স্বর্ণশিল্পীদের কাজ হারানোর প্রতিবাদে ধর্না ও অবস্থান বিক্ষোভ করল তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:৫২
Share: Save:

নোটের চোটে কাজ হারিয়ে ভিন্‌ রাজ্য থেকে বাড়ি ফিরছেন অনেকে। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে সধারন মানুষের হয়রানি ও স্বর্ণশিল্পীদের কাজ হারানোর প্রতিবাদে ধর্না ও অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। বৃহস্পতিবার দাসপুর বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে ছিলেন স্থানীয় শতাধিক স্বর্ণশিল্পী ও সোনা দোকানের মালিকরা। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। অজিতবাবু বলেন, “মোদীর তুঘলকি সিদ্ধান্তে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কাজ হারিয়ে লক্ষ লক্ষ স্বর্ণশিল্পী দেশে ফিরছেন। গ্রামেও কোনও কাজ নেই। তাই আগামী ২০ ডিসেম্বর স্বর্ণশিল্পীদের নিয়ে গোটা ঘাটাল মহকুমা জুড়ে ভুখামিছিল করা হবে।’’ তাঁর হুশিয়ারি, ‘‘মোদী সরকার শিল্পীদের কাজে ফিরিয়ে দিতে উদ্যোগী না হলে প্রয়োজনে শিল্পী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মোদীর বাসভবনের সামনে অবস্থান করব।”

ঘাটাল শহরেও যুব তৃণমূলের উদ্যোগে নোট বাতিল ও স্বর্ণশিল্পীদের কাজে ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল হয়। মিছিলটি ঘাটাল শহর পরিক্রমা করে। মিছিল শুরুর আগে শহরের ময়রাপুকুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়। ঘাটালের মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, অরুণ মণ্ডল, দিলীপ মাঝি-সহ অনান্য নেতৃত্বরা। অন্য দিকে, একই দাবিতে ক্ষীরপাই শহরেও মিছিল করে তৃণমূল। মিছিলে হাঁটেন পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, ব্লক সভাপতি চিত্ত পাল-সহ নেতা-কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold artisans Demand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE