Advertisement
E-Paper

শিক্ষক দিবসে মেদিনীপুরে বিনামূল্য কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান

জেলা পুলিশের উদ্যোগে ‘সুরক্ষা’ কর্মসূচির অধীনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। রয়েছে ১৫টি কম্পিউটার। প্রশিক্ষকও থাকবেন সেখানে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮
District Superintendent of Police Dhritiman Sarkar inaugurated a free computer training center in Midnapore on Teachers\\\' Day

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। —নিজস্ব চিত্র।

মেদিনীপুর শহরের সংখ্যালঘু অধ্যুষিত দেওয়াননগর এলাকায় শিক্ষক দিবসে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। জেলা পুলিশের উদ্যোগে ‘সুরক্ষা’ কর্মসূচির অধীনে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। রয়েছে ১৫টি কম্পিউটার। প্রশিক্ষকও থাকবেন সেখানে।

পুলিশ জানিয়েছে, স্কুল-কলেজ পড়ুয়া ছাড়াও বেকার যুবক-যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। খড়্গপুর শহরেও ঠিক এই ধরনের দু’টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

ধৃতিমান সরকার বলেন, ‘‘প্রত্যেক ছাত্রকে ৫০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তার জন্য নির্দিষ্ট সময় এবং সিলেবাস থাকবে।’’

পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন ভাবে স্কিল প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই কেন্দ্র চালু করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা সেখানে কম্পিউটার ক্লাস করতে পারবে। ডিপ্লোমা কোর্স করারও সুযোগ পাবেন। তা ছাড়া চেম্বার্স অফ কমার্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ যাতে তাঁরা পান, তার ব্যবস্থাও করা হবে।

Teachers' Day Computer training
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy