Advertisement
২৬ এপ্রিল ২০২৪
কাঠগড়ায় মেডিক্যাল

রক্তের অভাবে প্রৌঢ়ের মৃত্যু

রক্তের অভাবে রোগী মৃত্যুর নালিশ ঘিরে শোরগোল পড়েছে মেদিনীপুর মেডিক্যালে। ওই রোগীর জন্য ‘ও পজিটিভ’ গ্রুপের রক্ত প্রয়োজন ছিল। শুরুতে তা পাওয়া যায়নি। পরে পাওয়া গেলেও রোগীকে রক্ত দেওয়া হয়নি বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:১২
Share: Save:

রক্তের অভাবে রোগী মৃত্যুর নালিশ ঘিরে শোরগোল পড়েছে মেদিনীপুর মেডিক্যালে। ওই রোগীর জন্য ‘ও পজিটিভ’ গ্রুপের রক্ত প্রয়োজন ছিল। শুরুতে তা পাওয়া যায়নি। পরে পাওয়া গেলেও রোগীকে রক্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার ওই রোগীর মৃত্যুর পরে পরিজনেরা চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে নড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মেদিনীপুর মেডিক্যালের সুপার তন্ময়কান্তি পাঁজা বলেন, “ঠিক কী হয়েছে দেখছি।’’

মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নতুন নয়। আর এ বার একেবারে রক্তের অভাবে রোগী মৃত্যুর নালিশ। অসুস্থ হয়ে গত রবিবার মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হন শালবনির দেবগ্রামের পানিশোলের বাসিন্দা বৈদ্যনাথ মুর্মু। বছর পঞ্চান্নর বৈদ্যনাথবাবুকে ভর্তি করা হয় মেডিসিন ওয়ার্ডে। চিকিত্সকেরা দেখেন, তাঁর শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গিয়েছে। এটা অ্যানিমিয়ার উপসর্গ। সেই মতো চিকিত্সকেরা রোগীর পরিজনেদের জানিয়ে দেন, ও পজিটিভ রক্ত লাগবে। মেদিনীপুর মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কে তখন ওই গ্রুপের রক্ত মজুত ছিল না।

বৈদ্যনাথবাবুর পরিজনেদের দাবি, চিকিত্সকেরা তখন বলেছিলেন, তাড়াহুড়োর কিছু নেই। যত দ্রুত সম্ভব রক্ত জোগাড় করলেই হল। শেষে সোমবার রক্ত জোগাড় হয়। পরিজনেরা তা ওয়ার্ডের নার্স- চিকিত্সকদের জানিয়েও দেন। অবশ্য ওই দিন রোগীকে রক্ত দেওয়া হয়নি। মঙ্গলবার ভোরে বৈদ্যনাথবাবুর মৃত্যু হয়। এ দিন সকালে মৃতের ভাইপো মুনু মুর্মু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান। মুনুর বক্তব্য, “রবিবার রক্ত জোগাড় হয়নি ঠিকই। তবে সোমবার সকালে রক্ত জোগাড় করেই ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়। তাও ওই দিন কাকাকে রক্ত দেওয়া হয়নি।’’

এ ক্ষেত্রে গাফিলতির অভিযোগ অবশ্য মানতে নারাজ মেদিনীপুর মেডিক্যালের চিকিত্সক কৃপাসিন্ধু গাঁতাইত। তাঁর দাবি, “খোঁজ নিয়ে জেনেছি, ওই রোগীর শরীর খুব অসুস্থ ছিল। তাই সোমবার ওঁকে রক্ত দেওয়া হয়নি। শরীর একটু সুস্থ হলেই রক্ত দেওয়া হত।’’ তার আগেই অবশ্য বৈদ্যনাথবাবুর মৃত্যু হয়।

হাসপাতালের এক কর্তা বলেন, “মঙ্গলবার সকালে রোগীকে রক্ত দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উনি মারা যান। শরীর খুব অসুস্থ থাকলে রক্ত দেওয়া হয় না। সেই ক্ষেত্রে অসুস্থতা আরও বাড়তে পারে। এ ক্ষেত্রে ঠিক কী কারণে রক্ত দেওয়া হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE