Advertisement
০৪ মে ২০২৪

খড়্গপুরে মৃত্যু প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রেলশহরের প্রাক্তন এক কংগ্রেস কাউন্সিলর মধু ঘোষ। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ মৃত্যু হয় ৫৭ বছরের মধুবাবুর। গত শনিবার বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওই কাউন্সিলর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ০০:২২
Share: Save:

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রেলশহরের প্রাক্তন এক কংগ্রেস কাউন্সিলর মধু ঘোষ। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ মৃত্যু হয় ৫৭ বছরের মধুবাবুর। গত শনিবার বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওই কাউন্সিলর। পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার কলকাতা থেকে খড়্গপুরে নিয়ে আসা হয় তাঁর দেহ। ইন্দার বাড়িতে দেহ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী অপর্ণাদেবী। তিনিই এখন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পরে দেহ নিয়ে শোকমিছিল কেরে পুরসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে মালা দেন তৃণমূলের পুরপ্রধান প্রদীপ সরকার। পরে দেহ গোলবাজারে কংগ্রেস শহর কমিটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শহরের কংগ্রেস নেতা চেনা মুখ মধুবাবু ২০১০ থেকে ২০১৫ ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত নির্বাচনের পরে তাঁর বাড়িতেই গুলি-বোমা নিয়ে দুষ্কৃতীদের হামলা চলেছিল বলে অভিযোগ। তবে নানা চাপ সত্ত্বেও মধুবাবু ও তাঁর স্ত্রী কংগ্রেস ছাড়েননি। কংগ্রেসের জেলা সভাপতি বিকাশবাবু বলেন, ‘‘খড়্গপুরে আমাদের লড়াকু নেতাদের মধ্যে একজন ছিলেন মধু ঘোষ। তাঁর মৃত্যুতে দলের
অপূরণীয় ক্ষতি হল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

counsellor congress died kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE