Advertisement
E-Paper

মাতৃভাষা দিবসে জোর শুদ্ধ বানানেই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলার সর্বত্র এই সুরেই পালিত হল ভাষা দিবস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩০
অমর-একুশে: পাঁশকুড়ার একটি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অমর-একুশে: পাঁশকুড়ার একটি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলার সর্বত্র এই সুরেই পালিত হল ভাষা দিবস।

হলদিয়া থেকে তমলুক, পাঁশকুড়া, এগরা, কাঁথি—সর্বত্রই ভাষাশহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে মাল্যদান করা হয়। হলদিয়া পুরসভার সামনে ভাষা উদ্যানে শহিদ বেদীতে মাল্যদান করা হয়। পরে রবীন্দ্র- নজরুল মুক্তমঞ্চে এক আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে হলদিয়া পুর পাঠভবনের পড়ুয়ারা গীতিনাট্য পরিবেশন করে। হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, শুধু পুরসভার কাজ বাংলায় করা নয়, পুর এলাকায় যে সব বিজ্ঞাপনে বাংলা ভাষার বানানে ভুল রয়েছে তা সংশোধন করা হবে। যে সমস্ত সংস্থা এই জাতীয় ভুল বানানে বিজ্ঞাপন দিয়েছেন তাদের ডেকে পাঠিয়ে সংশোধন করতে বলা হবে। না শুনলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঁশকুড়ার কনকপুর বিস পার্ট বেসিক স্কুলের পড়ুয়ারা অবশ্য দিনটি পালন করে একটু অন্যভাবে। পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের হত্যার প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে একটি মিছিল করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এরপর বিদ্যালয় ভবনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ে প্রকাশিত হল দেওয়াল পত্রিকা ‘ঝরাপাতা’। দেওয়াল পত্রিকার পাশাপাশি প্রকাশিত হয় দেওয়াল চিত্রও। বিদ্যালয়ের কচি কাঁচাদের রং-তুলিতে প্রাণ পেয়েছে দেশের সাম্প্রতিক ঘটনাবলী। কোলাঘাট এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও শ্রদ্ধার সঙ্গে সাথে পালিত হয় ভাষা দিবস।

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এগরা আঞ্চলিক শাখার উদ্যোগে এগরা পুরসভার বিদ্যাসাগর শিক্ষানিকেতনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অনুষ্ঠানেপর আয়োজন করা হয়েছিল। ভাষাদিবস নিয়ে সঙ্গীত পরিবেশন করেন হেমন্ত মাইতি। ছাত্র ছাত্রীরা সমবেত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে। ভাষাদিবসের তাৎপর্য তুলে ধরেন সংঘের সম্পাদক মনোতোষ আচার্য। বালিঘাই যুবসংঘ পাঠাগারের উদ্যোগে এ দিন ভাষা দিবস পালন করা হয়।

তমলুক জেলা গ্রন্থাগার ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে এ দিন ভাষা দিবস পালন করা হয়। জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) শেখর সেন। এরপরে জেলা গ্রন্থাগরের সভাকক্ষে আলোচনা সভা ও আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান হয়। মেচেদা সাহিত্য অকাদেমির উদ্যোগে এদিন মাতৃভাষা দিবস পালিত হয় মেচেদা চিলড্রেন পার্কে। ভাষা শহিদদের স্মরণে একটি পদযাত্রা মেচেদা বাজার পরিক্রমা করে। পরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। এই উপলক্ষে শহিদ বেদীতে মাল্যদান, আলোচনাসভা ও বই প্রকাশ অনুষ্ঠান হয়। নন্দকুমারের কল্যাণচক গ্রামে বোধোদয় বিদ্যালয়ের উদ্যোগে ভাষা দিবস পালন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা মাল্যদান করে ভাষা শহিদদের স্মরণ করেন।

International Mother Language Day Correct Spelling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy