পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করলেন মাইক ব্যবসায়ীরা।
এখন কোনও সংগঠনকে মাইক ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির সম্পাদক ইদ্রিশ আলি বলেন, “অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পুলিশ অন্যায় ভাবে বেশ কয়েকজন মাইক ব্যবসায়ীর বেশ কয়েকটি মেশিন বাজেয়াপ্ত করে রেখেছে। ওই মেশিনগুলো না- ফেরত দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।” পুলিশ অবশ্য হেনস্থার অভিযোগ মানতে নারাজ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “জোরে মাইক চালানোর জন্য বেশ কিছু মেশিন বাজেয়াপ্ত করা হয়। হেনস্থার প্রশ্নই ওঠে না।”
সমস্যার সূত্রপাত মাস খানেক আগে। পরপর দু’টি উৎসবে মেদিনীপুরের পুলিশ বেশ কিছু মাইকের মেশিন বাজেয়াপ্ত করে। উৎসবের দিনে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মেশিনগুলো বাজেয়াপ্ত করা হয়। পুলিশের বক্তব্য, শব্দবিধি রয়েছে। সেই বিধি না- মেনেই মাইক চালানো হচ্ছিল। জোরে মাইক চালানোর ফলে সাধারণ মানুষের সমস্যা হয়। স্থানীয় বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়েই পুলিশ পদক্ষেপ করে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু মেশিন বাজেয়াপ্ত করা হয়।
পুলিশি হেনস্থার প্রতিবাদে গত ৩ অগস্ট শহরে প্রতীকি ধর্মঘট পালন করেন মাইক ব্যবসায়ীরা। পরে বৈঠকে বসে মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতি। ঠিক হয়, এ বার আর প্রতীকি নয়। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হবে। কোনও সংস্থা- সংগঠনকেই মাইক ভাড়া দেওয়া হবে না। এমনকী, সরকারি কর্মসূচির জন্যও নয়।
সমিতির সম্পাদক ইদ্রিশ আলির কথায়, “এই ধর্মঘটের মাধ্যমে পুলিশি হেনস্তার প্রতিবাদই জানানো হচ্ছে।”