Advertisement
১৮ মে ২০২৪

রোগ সংক্রমণ ঠেকাতে সবংয়ে স্বাস্থ্য পরীক্ষা

পুজোর সময়ে সকলকে রোগ সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করল স্বাস্থ্য দফতর। বুধবার সবং ব্লকের তিনটি স্কুলে সচেতনতা শিবির আয়োজিত হয়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৮
Share: Save:

পুজোর সময়ে সকলকে রোগ সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করল স্বাস্থ্য দফতর। বুধবার সবং ব্লকের তিনটি স্কুলে সচেতনতা শিবির আয়োজিত হয়। এরমধ্যে আদাসিমলা দেশপ্রাণ বিদ্যাপীঠে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুজোর মরসুমে ভিন্‌ রাজ্য থেকে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। ভিন্‌ রাজ্যে কর্মরতদের কোনও সংক্রামক রোগ থাকলে তা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকে রোগ ঠেকানোর জন্য এই কর্মসূচির উদ্যোগ বলে জানা গিয়েছে। এ দিন আদাসিমলার শিবিরে প্রায় এক হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

একইভাবে এ দিন সারদা তারকনাথ ইনস্টিটিউশন ও বোনাই বাসন্তী বিদ্যাপীঠেও সচেতনতা শিবিরের আয়োজন হয়। শিবিরে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের তামাক, ম্যালেরিয়া ও ডেঙ্গি সম্পর্কে সচেতন করা হয়। পড়ুয়াদের নিয়ে এক ক্যুইজও হয়। ছিলেন জেলার সংক্রমিত রোগের নোডাল অফিসার তথা উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান। রবীন্দ্রনাথবাবু বলেন, “উৎসবের মরসুমে অনেকে ভিন্‌ রাজ্য থেকে বাড়ি ফিরছেন। ভিন্‌ রাজ্য থেকে কেউ কোনও সংক্রামক রোগ বয়ে এনেছেন কি না সেটা এই শিবিরে পরীক্ষা করে দেখা হয়। স্থানীয়দেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘পড়ুয়াদের মাধ্যমে গোটা সমাজ সচেতন হোক, সেটাই আমরা চাইছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health awareness camp Sabang Heath Dept
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE