Advertisement
১৯ মে ২০২৪

রোগে ধুঁকছে পুর হাসপাতাল

ঘটা করে উদ্বোধন হলেও চিকিৎসক ও নার্সের অভাবে ধুঁকছে ঘাটাল পুর হাসপাতাল।জাতীয় আরবান স্বাস্থ্য মিশনের আর্থিক সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম চালু হয়েছিল ঘাটাল পৌর হাসপাতালটি।

পুরকর্মীরাই সামলাচ্ছেন কাজ। — নিজস্ব চিত্র।

পুরকর্মীরাই সামলাচ্ছেন কাজ। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০১:২৪
Share: Save:

ঘটা করে উদ্বোধন হলেও চিকিৎসক ও নার্সের অভাবে ধুঁকছে ঘাটাল পুর হাসপাতাল।

জাতীয় আরবান স্বাস্থ্য মিশনের আর্থিক সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম চালু হয়েছিল ঘাটাল পৌর হাসপাতালটি। পুরসভা সূত্রের খবর, চলতি আর্থিক বছরে ঘাটাল পুরসভাকে হাসপাতাল তৈরির জন্য ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিল জাতীয় আরবান স্বাস্থ্য মিশন। তবে এখনও হাসপাতালের নিজস্ব ভবন তৈরি হয়নি। আপাতত পুরসভার একটি গেস্ট হাউসে অস্থায়ী ভাবে চলছে কেন্দ্রীয় ওই প্রকল্পের হাসপাতালটি। একজন অস্থায়ী চিকিৎসক, করণিক-সহ দু’জন কর্মী নিয়েই চালু হয়েছে ঘাটাল পুর হাসপাতাল। এ কথা স্বীকার করে পুরসভার চেয়ারম্যন বিভাস ঘোষ বলেন, “জেলা স্বাস্থ্য দফতর এখনও চিকিৎসক, নার্স নিয়োগ করেনি। ফলে রোগীরা এসে ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না। একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিনই পরিষেবা দেওয়াও সম্ভব নয়। আশা করি, শীঘ্রই সমাধানসূত্র মিলবে।”

নিয়মানুয়ায়ী, পুর হাসপাতালটিতে আউটডোরের সুবিধা থাকার কথা। থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকও। আউটডোরে চিকিৎসক দেখানোর পর রোগীদের বিনা পয়সায় ওষুধও সরবরাহ করারও কথা। কিন্তু উদ্বোধনের পর একমাস পার হতে চলল, এখনও নিয়োগ হয়নি কোনও বিশেষজ্ঞ চিকিৎসক।

যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “ওষুধ সরবরাহ ঠিকঠাকই করা হচ্ছে। চলতি মাসেই নার্স দিয়ে দেওয়া হবে। দ্রুত চিকিৎসক নিয়োগ করার চিন্তাভাবনা চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghatal municipal hospital doctor Nurse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE