জঙ্গলের রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ প্রায় তিন লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের। মঙ্গলবার এই নিয়ে শোরগোল ঝাড়গ্রামের জামবনি থানা এলাকায়। অভিযুক্তদের খোঁজে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জামবনির বালিডিহা পিচ রাস্তার মাঝে ঘং ও বাহিরগ্রামের জঙ্গলে। চুটিয়া গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি সেন্টার (গ্রাহক পরিষেবা কেন্দ্র) চালান। সকালে ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তুলে গ্রামে ফিরছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে বেরিয়ে কিছুটা পথ যাওয়ার পর একটি বাইকে তিনজন লোক তাঁর পিছু নেন বলে অভিযোগ। ঘং পেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সুব্রতের বাইকের পিছনে সজোরে লাথি মারেন তাঁদেরই একজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান যুবক। কিছু বুঝে ওঠার আগেই তাঁর ব্যাগ ধরে টানাটানি শুরু করেন তিনজন। গ্রাহকদের টাকাভর্তি ব্যাগ বাঁচানোর চেষ্টা করেন সুব্রত। শুরু হয় ধস্তাধস্তি।
বেগতিক বুঝে এর পর বন্দুক বার করে সুব্রতের মাথায় ঠেকান এক অভিযুক্ত। সুব্রতের দাবি, তার পরেও তিনি ব্যাগ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনজনের সঙ্গে পেরে ওঠেননি। তাঁর মাথা আঘাত করে বালিডিহার দিকে পালিয়ে যান অভিযুক্তেরা।
আরও পড়ুন:
জামবনি থানার পুলিশ যুবককে রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবক। তিনি বলেন, ‘‘আমার কাছে গ্রাহকদের ২ লক্ষ ৬৮ হাজার টাকা আর ১৭ হাজার টাকা ছিল। সেই টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে আসছিলাম। কিছু দূর যাওয়ার পর খেয়াল করি, একটি বাইক আমাকে ‘ফলো’ করছে। অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে পারলাম না। আমার আক্ষেপ, কেউ সাহায্য করতেও এগিয়ে আসেনি।’’
পুলিশ জানিয়েছে আশপাশের থানাগুলিতেও খবর পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তদন্ত চলছে।