Advertisement
০৩ মে ২০২৪
ময়দানে মেদিনীপুর

আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো খেলা বিদ্যাসাগরে

ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো প্রতিযোগিতার আসর বসেছে মেদিনীপুরে। ২৪ ফেব্রুয়ারি থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মাঠে চলছে খেলা। -সৌমেশ্বর মণ্ডল

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মাঠে চলছে খেলা। -সৌমেশ্বর মণ্ডল

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৪
Share: Save:

ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো প্রতিযোগিতার আসর বসেছে মেদিনীপুরে। ২৪ ফেব্রুয়ারি থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে ৪২টি বিশ্ববিদ্যালয়ের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। এদের মধ্যে চারটি সেরা দল সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয়য় খো খো প্রতিযোগিতায় যোগ দেবে। আগামী ৩-৭ মার্চ সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাঠে।

কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দফতর, ক্রীড়া দফতর এবং ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস’-এর পরিচালনায় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো প্রতিযোগিতা। ৩৬ টি দলকে চারটি বিভাগে ভাগ করে চলছে খেলা। নক-আউট পর্যায়ে চারটি বিভাগের সেরা দল বেছে নেওয়া হবে। সেই চারটি সেরা দলের মধ্যে হবে লিগ পর্যায়ে খেলা। লিগে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দলের নাম ঘোষণা করা হবে। এই চারটি দল সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় খেলবে।

নিয়মমতো খো খো ম্যাচে দুটি করে ইনিংস থাকে। ৯ মিনিট খেলার পর ৫ মিনিট বিশ্রাম দিয়ে আবার ৯ মিনিট খেলা হয়। দু’টি ইনিংসের পয়েন্টের বিচারে হার-জিত নির্ধারণ হয়। শনিবার দুপুরে খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দল ক্ষোভ প্রকাশ করে। এ দিন সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা ছিল। খেলায় জেতে বর্ধমান। এর পরেই পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় লিখিতভাবে অভিযোগ জানায় যে, বর্ধমান দলে বহিরাগতদের খেলানো হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kho Kho inter University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE