Advertisement
০৭ মে ২০২৪

টাকা তছরুপ, কারাদণ্ডের নির্দেশ

সরকারি প্রকল্পের অর্থ তছরুপের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড হল এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ( বিশেষ আদালত) ভাস্কর ভট্টাচার্য বুধবার নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান লক্ষ্মণচন্দ্র বাগকে এই কারাদণ্ডের আদেশ দেন। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে , নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে ১৯৯৮ সালে থেকে পঞ্চায়েত প্রধান ছিলেন লক্ষ্মণচন্দ্র বাগ।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০০:০৩
Share: Save:

সরকারি প্রকল্পের অর্থ তছরুপের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড হল এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ( বিশেষ আদালত) ভাস্কর ভট্টাচার্য বুধবার নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান লক্ষ্মণচন্দ্র বাগকে এই কারাদণ্ডের আদেশ দেন।

জেলা আদালত সূত্রে জানা গিয়েছে , নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে ১৯৯৮ সালে থেকে পঞ্চায়েত প্রধান ছিলেন লক্ষ্মণচন্দ্র বাগ। প্রধান পদে থাকাকালীন ২০০১ সালে কেন্দ্র সরকারের জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্পে ওই গ্রামপঞ্চায়েত এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বরাদ্দ প্রায় ৫৫ হাজার টাকা ব্লক প্রশাসন থেকে দেওয়া হয় ওই গ্রামপঞ্চায়েতকে। কিন্তু ওই গ্রামপঞ্চায়েতের নগদ হিসেবের খাতায়ওই অর্থ বরাদ্দ করার বিষয়ে উল্লেক্ষ করা হয়নি বলে অভিযোগ। ঘটনায় ওই গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরকারি আত্মসাতের অভিযোগ ওঠে।

এরপর ব্লক প্রশাসন তদন্ত করার পরে তৎকালীন নন্দকুমার ব্লকের বিডিও ২০০৩ সালের ১৭ মার্চ ওই গ্রামপঞ্চায়েতের প্রধান লক্ষ্মণচন্দ্র বাগের বিরুদ্ধে নন্দকুমার থানায় সরকারি অর্থ তছরুপের বিষয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের মামলা দায়ের করেন। পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানির পর অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে দোষী সাব্যস্ত করেন। বুধবার পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ভাস্কর ভট্টাচার্য সরকারি অর্থ তছরুপের দায়ে (ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় ) প্রাক্তন পঞ্চায়েত প্রধান লক্ষ্মণচন্দ্র বাগকে পাঁচ বছর কারাদণ্ড ও ৬৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE