Advertisement
০৩ মে ২০২৪

জিত-কুন-ডো’র আসর এপ্রিলে

আত্মরক্ষার কৌশল হিসাবে মার্শাল আর্টের এক বিশেষ শৈলীকে জনপ্রিয় করার লক্ষ্যে আগামী এপ্রিল মাসে ‘জিত-কুন-ডো’ প্রতিযোগিতা শুরু হতে চলেছে ঝাড়গ্রামে। সারা রাজ্য থেকে তিনশো প্রতিযোগী এতে যোগদান করবে।

প্রস্তুতি: ঝাড়গ্রাম স্টেডিয়ামে চলছে অনুশীলন। —নিজস্ব চিত্র।

প্রস্তুতি: ঝাড়গ্রাম স্টেডিয়ামে চলছে অনুশীলন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:৩৮
Share: Save:

আত্মরক্ষার কৌশল হিসাবে মার্শাল আর্টের এক বিশেষ শৈলীকে জনপ্রিয় করার লক্ষ্যে আগামী এপ্রিল মাসে ‘জিত-কুন-ডো’ প্রতিযোগিতা শুরু হতে চলেছে ঝাড়গ্রামে। সারা রাজ্য থেকে তিনশো প্রতিযোগী এতে যোগদান করবে।

ক্যারাটে, কুংফু, জুডো, জুজুৎসু ও পাশ্চাত্যের বক্সিং-এর নানা শৈলীর মিশ্রণে তৈরি এই ‘জিত-কুন-ডো’র অনুশীলন করলে দৈহিক এ মানসিক বিকাশ ঘটে বলে বিশেষজ্ঞদের দাবি। চিনীয় কিংবদন্তি ব্রুস লি এই বিশেষ লড়াই শৈলী প্রচলন করেন। সাধারণ ক্যারাটের থেকে এটা বেশ কিছুটা আলাদা ও কঠিনও বটে। জিত-কুন-ডো অ্যাসোশিয়েসান অফ ওয়েস্ট বেঙ্গল-এর ঝাড়গ্রাম শাখার সম্পাদক শ্যামল কোটাল বলেন, ‘‘স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়ার তফসিলে এর অর্ন্তভুক্তি থাকলেও জেলা স্তরে এর কথা খুব কম লোকই জানেন। পুরুলিয়া, বাঁকুড়া ও চন্দ্রকোনা রোডে বিভিন্ন স্কুলে জিত-কুন-ডো শেখানো হলেও জঙ্গলমহলের স্কুলগুলিতে তা শেখানো হয় না। সেখানে জিত-কুন-ডোর অর্ন্তভুক্তির জন্য সংস্থার তরফে উপযুক্ত কাগজ-সহ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন প্রকল্পের আধিকারিকের কাছে দাবি জানিয়েছি। তিনি আশ্বাস দেন বিষয়টি ভেবে দেখার জন্য।’’

সংস্থার পক্ষে প্রশিক্ষক মৌমিতা সাহা বলেন, ‘‘মেয়েদের আত্মরক্ষায় মার্শাল আর্টের জনপ্রিয়তা বেড়েছে। আমরা এটাকে প্রত্যন্ত গ্রামে পৌছে দিতে চাই।’’ আনু গুছাইত, সোনালি মণ্ডল, বর্ণালী বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষার্থীদের কথায়, ‘‘এই নতুন আর্ট ফ্রম আমাদের ভালই লাগছে শিখতে। আগামী মাসেই প্রতিযোগিতা, এখন তাই অনুশীলন চলছে জোর কদমে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jeet Kune Do Jhargram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE