Advertisement
০৮ মে ২০২৪

মিছিলে লাঠিচার্জের নালিশ, প্রতিবাদে আজ সভার ডাক

চাকরির দাবিতে জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেকার যুবক-যুবতীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুললেন বিক্ষোভকারীরা।

নিয়োগের দাবিতে মেদিনীপুরে মিছিল। (ইনসেটে) পুলিশকে ঘিের বিক্ষোভ।  — নিজস্ব চিত্র।

নিয়োগের দাবিতে মেদিনীপুরে মিছিল। (ইনসেটে) পুলিশকে ঘিের বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০০:২৩
Share: Save:

চাকরির দাবিতে জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেকার যুবক-যুবতীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুললেন বিক্ষোভকারীরা। বুধবার এই ঘটনার প্রতিবাদে জেলা স্কুল পরিদর্শকের অফিস লাগোয়া মেদিনীপুর কলেজের সামনে পথ অবরোধ করা হয়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে। আজ, বৃহস্পতিবারও মেদিনীপুর শহরের এলআইসি চকে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। লাঠিচার্জের কথা অস্বীকার করেছে কোতয়ালি থানার পুলিশ।

ঘটনার নিন্দা জানিয়েছে ডিওয়াইএফ। ঘটনার প্রতিবাদে আগামী ১০ অগস্ট কলকাতায় মিছিল-সভা করবে তারা। বুধবার দুপুরে বেকার যুবক-যুবতীদের সংগঠন ‘বেঙ্গল প্লাটফর্ম ফর আনএমপ্লয়িজ’-এর মেদিনীপুর শাখার উদ্যোগে শহরে মিছিল ডাকা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর মিছিল আসে জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে। সেখানে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, গোপনে বিভিন্ন স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। এমন চললে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের কী হবে। বিক্ষোভকারী শুভেন্দু মণ্ডলের অভিযোগ, “হঠাৎ পুলিশ এসেই গালিগালাজ করতে থাকে। তারপরেই শুরু হয় লাঠিচার্জ। জামার কলার ধরে ঘুষিও মারে আমাকে।”

অঙ্কের ছাত্র অভিজিৎ গিরির অভিযোগ, “ভাবতেও পারিনি চাকরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসে এভাবে পুলিশের হাতে মার খাব। আমার ঘাড়ে, পিঠে প্রচণ্ড মেরেছে পুলিশ।” পথ অবরোধের সময় অভিজিৎ অসুস্থও হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই অবরোধ উঠে যায়।

প্রতিষ্ঠা দিবস। বুধবার সিআরপি-র ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়গ্রামের মানিকপাড়া বিট হাউস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন হয়। সিআরপি-র ১৬৭ নম্বর ব্যাটালিয়নের ‘জি’ কোম্পানির উদ্যোগে ও স্থানীয় পুলিশের সহযোগিতায় আয়োজিত ঝাড়গ্রামের মানিকপাড়া বিট হাউস চত্বরে ওই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতাও হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

protest lathi charge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE