Advertisement
০৩ মে ২০২৪

সন্ত্রাস নিয়ে সরব আইনজীবীরা

তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগ তুলে এ বার পুলিশের দ্বারস্থ হলেন একাংশ আইনজীবী। শুক্রবার অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশের সদর কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৬:৫৮
Share: Save:

তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগ তুলে এ বার পুলিশের দ্বারস্থ হলেন একাংশ আইনজীবী।

শুক্রবার অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশের সদর কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন ইউনিয়নের জেলা সম্পাদক রঘুনাথ ভট্টাচার্য। ইউনিয়নের দাবি, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল সন্ত্রাস শুরু করেছে। হামলা হচ্ছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর। মারধর, বাড়ি ভাঙচুর, জরিমানা, পার্টি অফিস দখল সবই চলছে সমান তালে। সব ক্ষেত্রে থানাগুলো অভিযোগ নিচ্ছে না বলেও দাবি আইনজীবীদের।

সংগঠনের জেলা সম্পাদক রঘুনাথবাবু বলেন, “একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে। তবু পুলিশ উদাসীন। আদালত চত্বরেও মক্কেল আক্রান্ত হচ্ছেন। এটা অনভিপ্রেত। শাসক দলের সন্ত্রাস বন্ধ করা-সহ নির্দিষ্ট কিছু দাবি পুলিশের কাছে জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

terrorism Lawyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE