ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে বৃহস্পতিবার বিকালে নিখোঁজ হয়ে যায় একটি চিতাবাঘ। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম শহর এবং তার আশপাশের এলাকায়। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর খোঁজ পাওয়া গেল চিতাবাঘটির। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিড়িয়াখানার ভিতরেই জঙ্গলেই লুকিয়ে ছিল চিতাবাঘটি। তার পর ঘণ্টাখানেকের চেষ্টায় খাঁচাবন্দি করা হয়েছে।
ঝাড়গ্রাম ‘মিনি জু’র বাসিন্দা দু’টি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বৃহস্পতিবার বলেছিলেন, ‘‘চিতাবাঘটির খাঁচার জালে মেরামতির কাজ চলছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়।’’ এর পরই প্রশাসনের তরফে সাবধান করা হয় এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্কও।