Advertisement
৩০ এপ্রিল ২০২৪

২৪ ঘণ্টার মধ্যেই লাল ঝান্ডা খুলে ঝুলল কালো পতাকা

সিপিএমের অফিস খোলার প্রতিবাদে সেখানে কালো পতাকা ঝুলিয়ে দিলেন জমিরক্ষা আন্দোলনে নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা।       

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০০:৫০
Share: Save:

বারো বছর পর ফের দলীয় অফিসের তালা খোলার আনন্দে রবিবার নন্দীগ্রামে দলীয় প্রার্থীকে নিয়ে মিছিল করেছিলেন জেলা সিপিএম নেতৃত্ব। ছিলেন রাজ্য রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে অফিসের মাথায় ও গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল লাল পতাকা। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই লাল পতাকা তুলে ফেলে দেওয়া হল লাগোয়া পুকুরে। বদলে সিপিএমের অফিস খোলার প্রতিবাদে সেখানে কালো পতাকা ঝুলিয়ে দিলেন জমিরক্ষা আন্দোলনে নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা।

সোমবার বিকেলে নন্দীগ্রামের সোনাচুড়া, সাউথখালি, সাতনম্বর জালপাই ও গোকুলনগর এলাকার জমি আন্দোলনকারী পরিবারের প্রায় ২০ জন সদস্য নন্দীগ্রাম বাজারে জড়ো হন। এরপর তাঁরা জমি আন্দোলনের সময় গড়ে তোলা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কালো পতাকা হাতে নিয়ে সিপিএমের অফিসের সামনে যান। অফিস তখন তালাবন্ধ ছিল। অফিসের সামনে বারান্দার দেওয়ালে ও শহিদ বেদীর খুঁটিতে বাঁধা লাল পতাকা খুলে ফেলে তাঁরা কালো পতাকা বেঁধে দেন। কোনওরকম বাধার মুখে পড়তে হয়নি তাঁদের।

এদিন জমি আন্দোলনে নিহত প্রলয় গিরির ভাই পলাশ, নিখোঁজ সুব্রত সামন্তের স্ত্রী শ্রীমতী, সত্যেন গোলের স্ত্রী দুর্গা বলেন, ‘‘জমি রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে আমরা স্বজন হারিয়েছি। সিপিএম সরকারের আমলে সেই অত্যাচারের ঘটনা ঘটেছিল। ওরা আমাদের পরিবারের লোককে ফিরিয়ে দিতে পারবে কি? তাই নন্দীগ্রামে সিপিএমের অফিস খুলে ফের সন্ত্রাস ছড়ানোর চেষ্টার প্রতিবাদ জানাতে এখানে এসে কালো পতাকা লাগিয়েছি।’’

সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির অভিযোগ, ‘‘গতকাল নন্দীগ্রামে আমাদের কর্মসূচির সাফল্য দেখেই তৃণমূল পরিকল্পিতভাবে এদিন কয়েকজনকে দিয়ে আমাদের দলীয় অফিসের পতাকা খুলে কালো পতাকা টাঙিয়েছে। থানায় অভিযোগ জানানো হবে। আগামী দিনে নন্দীগ্রামের ওই অফিস থেকেই দলীয় প্রার্থীর প্রচার কর্মসূচি শুরু করা হবে।’’

যদিও ঘটনায় দায় এড়িয়ে তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি মেঘনাদ পাল বলেন, ‘‘সিপিএমের দলীয় অফিসে কালো পতাকা লাগানোর ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। তবে জমি আন্দোলনে শহিদ ও নিখোঁজদের পরিবারের ওই দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Nandigram CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE