Advertisement
১১ মে ২০২৪

জেলায় একগুচ্ছ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘নন্দকুমার থেকে দিঘা জাতীয় সড়ক তৈরি হবে। আজ তার সূচনা হয়েছে। এর জন্য ২৫৬ কোটি টাকা বিনিয়োগ হবে।

মুখ্যমন্ত্রী: নন্দকুমারে সভায়।

মুখ্যমন্ত্রী: নন্দকুমারে সভায়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০১:১৮
Share: Save:

হলদিয়া শিল্পাঞ্চলে ৪৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘নন্দকুমার থেকে দিঘা জাতীয় সড়ক তৈরি হবে। আজ তার সূচনা হয়েছে। এর জন্য ২৫৬ কোটি টাকা বিনিয়োগ হবে। পাঁশকুড়া থেকে দাসপুর, হুগলি ও বর্ধমান হয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত আরেকটি সমান্তরাল রাস্তা হবে।’’ এছাড়াও হলদিয়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপো নির্মাণ, হলদিয়া যুব আবাস, হলদিয়ার বাসুদেবপুরে পুরসভার বিনোদন পার্ক, রসুলপুর নদীতে স্থায়ী জেটির নির্মাণ কাজেরও এ দিন সূচনা করেন মুখ্যমন্ত্রী।

এ দিন হলদিয়া–তমলুক-মেচেদা রাতের বাস পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলার নন্দীগ্রাম, নন্দকুমার, পাঁশকুড়া ব্লকের বেশকিছু রাস্তা, পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। নন্দকুমারে অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের টাকা, সবুজ সাথী প্রকল্পের সাইকেল ও সবুজশ্রী প্রকল্পে চারাগাছ বিতরণ করেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE