Advertisement
২৭ এপ্রিল ২০২৪

২০শে মমতা কোলাঘাটে

পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর দুপুরে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রের উপনগরীর বলাকা মঞ্চে জেলা প্রশাসন, বিভিন্ন দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০০:১৫
Share: Save:

পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর দুপুরে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্রের উপনগরীর বলাকা মঞ্চে জেলা প্রশাসন, বিভিন্ন দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বিকেলে ফুটবল মাঠে হবে প্রশাসনিক সভা। জেলা শাসক রশ্মি কমল বলেন, ‘‘প্রশাসনিক বৈঠক এবং সভা করতে ২০ অক্টোবর মুখ্যমন্ত্রী আসছেন। প্রস্তুতি শুরু হয়েছে।’’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সামনেই তমলুক লোকসভায় উপ-নির্বাচন। সে দিকে লক্ষ্য রেখে জেলার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ফলে সাধারণ মানুষ থেকে বিরোধী নেতা, সকলেরই উৎসাহী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বারের জেলা সফরে। সভার প্রস্তুতি নিয়ে রবিবারই নিমতৌড়িতে বৈঠকে বসে জেলা তৃণমূল। মূলত সভায় লোক আনা নিয়েই আলোচনা হয় বলে খবর। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শিশির অধিকারী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolaghat Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE