Advertisement
E-Paper

শিক্ষকদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

রাজ্যে পালাবদলের পরে শিক্ষক নিগ্রহের ঘটনা নতুন নয়। ফেসবুকে শাসক দলের বিরুদ্ধে কথা বলার অভিযোগে মাস দু’য়েক আগে ঘাটাল কলেজের এক শিক্ষককেও হেনস্তার শিকার হতে হয়। শিক্ষক নিগ্রহের অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে, তারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থক বলেই পরিচিত। এই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। পরিস্থিতি দেখে সংগঠনের কর্মী- সমর্থকদের শিক্ষকদের সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলারই পরামর্শ টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০১:০৯

রাজ্যে পালাবদলের পরে শিক্ষক নিগ্রহের ঘটনা নতুন নয়। ফেসবুকে শাসক দলের বিরুদ্ধে কথা বলার অভিযোগে মাস দু’য়েক আগে ঘাটাল কলেজের এক শিক্ষককেও হেনস্তার শিকার হতে হয়। শিক্ষক নিগ্রহের অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে, তারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থক বলেই পরিচিত। এই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। পরিস্থিতি দেখে সংগঠনের কর্মী- সমর্থকদের শিক্ষকদের সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলারই পরামর্শ টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি। তিনি বলেন, “তোমরা কখনও শিক্ষকদের সঙ্গে মতবিরোধে যাবে না। দাবিদাওয়া থাকতেই পারে। তা জানানোর পদ্ধতি রয়েছে। নির্দিষ্ট দাবিতে স্মারকলিপিও দেওয়া যেতে পারে।” তাঁর কথায়, “কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হয়! তবে আমরা কখনও এমন ঘটনাকে সমর্থন করি না।”

বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন ছাত্র সংসদ গঠন হয়। টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন সৌরভ পাল। সহ- সাধারণ সম্পাদিকা হন নম্রতা চক্রবর্তী। সভাপতি স্বপ্নীল মিস্ত্রি। সহ- সভাপতি শ্যামল মল্লিক। সবমিলিয়ে ১২ জন সদস্যের ছাত্র সংসদ গঠন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই সংগঠনের কর্মী- সমর্থকদের ওই পরামর্শ দেন রমাপ্রসাদ। তিনি মানেন, কোথাও শিক্ষকদের সঙ্গে ছাত্রদের মতবিরোধ প্রকাশ্যে এলে টিএমসিপিকে বিড়ম্বনার মুখে পড়তে হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ তমালকান্তি ঘোষ, ছাত্র কল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান রামনারায়ণ মাইতি প্রমুখ। মেদিনীপুর মেডিক্যালের ছাত্র সংসদ নির্বাচনের দিন ধার্য ছিল বুধবার।

অবশ্য তার আগে মনোনয়নপর্বেই জয় নিশ্চিত করে নেয় টিএমসিপি। সংসদের আসন সংখ্যা সব মিলিয়ে ২০টি। সবক’টি আসনে শুধুমাত্র টিএমসিপি- সমর্থিতেরাই মনোনয়ন দাখিল করেছিলেন। ফলে, কলেজের ছাত্র সংসদ পুনরায় দখল করা ছিল শুধু সময়ের অপেক্ষা। নবগঠিত সংসদের পক্ষ থেকে এ দিন অধ্যক্ষের কাছে কিছু দাবিও জানানো হয়। অধ্যক্ষ দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন।

ramaprasad giri tmcp west midnapore tmcp teachers good relation south bengal news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy