Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Midnapore preparing for a grand celebration Ishwar Chandra Vidyasagar’s 200th birth anniversary

বিরোধ ভুলে হবে ঈশ্বরচন্দ্র স্মরণ

সভায় বক্তব্য রাখতে গিয়ে নোটবন্দি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “নোটবন্দি-জিএসটি অনেক ক্ষতি করেছে। এই ব্যাঙ্ক অবশ্য খুব ভাল চলছে। আমরা সমবায়ভূষণ পেয়েছি।”

বিদ্যাসাগর ব্যাঙ্কের সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

বিদ্যাসাগর ব্যাঙ্কের সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১০
Share: Save:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ সাড়ম্বরে পালন করা হবে বলে জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সাধারণ সভায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দুবাবু এ কথা জানান।

শুভেন্দুবাবুর কথায়, “আমরা সবাই কলকাতা কিংবা মহানগরে নিজেদের পরিচিতি দিই বিদ্যাসাগরের নামে। কেউ যদি জিজ্ঞাসা করেন, আপনার বাড়ি কোথায়। আমি তাঁকে বলি বর্ণপরিচয়ের লেখক বিদ্যাসাগরের দেশের লোক আমি।”

তিনি বলেন, “১৮২০ সালে বিদ্যাসাগর জন্মেছিলেন। তাঁর জন্মের দু’শো বছর পালন ২০১৯ সাল থেকেই শুরু হয়ে যাবে। জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে আমরা নানা কর্মসূচি নেবো। তাতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নেবো। পুরনো-নতুন, কে লাল, কে সবুজ দেখব না।” মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বালক) প্রাঙ্গণে এই সভার আয়োজন হয়। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, সহ- সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক প্রদ্যোত ঘোষ প্রমুখ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নোটবন্দি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “নোটবন্দি-জিএসটি অনেক ক্ষতি করেছে। এই ব্যাঙ্ক অবশ্য খুব ভাল চলছে। আমরা সমবায়ভূষণ পেয়েছি।”

সমবায়কে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান তিনি। শুভেন্দুবাবুর কথায়, “বিদ্যাসাগর ব্যাঙ্কের সব শাখাতেই পর্যায়ক্রমে নোট কাউন্টিং মেশিন, গোল্ড টেস্টিং ব্যবস্থা, সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে। ৮টি এটিএম হয়েছে। আরও ৫টি এটিএম হবে।”

আগেও দুই শহিদ জওয়ানের পরিবারকে অর্থ সাহায্য করেছিল ব্যাঙ্ক। সবংয়ের শহিদ জওয়ানের পরিবারকেও দু’লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে বলেও জানান তিনি। কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে এ দিন শুভেন্দুবাবুকে সংবর্ধিত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE