অরণ্যশহরে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের বাইরে থাকা তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যাপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে কার্যালয়ের সদর দরজার তালা। ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার ওই ঘটনায় তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপি অভিযোগ মানেনি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই ওয়ার্ডের দলীয় কার্যালয় খুলতে এসে কর্মীরা দেখতে পান তালা ভাঙা। বাইরে দেওয়ালে টাঙানো থাকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ফেক্সটি উপড়ে ভেঙে দেওয়া হয়েছে। মমতার ছবিটিও ছিঁড়ে দেওয়া হয়েছে। দরজার তালা ভাঙা হলেও ভিতরে অবশ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তৃণমূলের ৪ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক সঞ্জয় গরাইয়ের দাবি, মঙ্গলবার রাত আটটায় দলীয় কার্যালয় বন্ধ করার সময়েও সব ঠিকঠাক ছিল। রাতে বিজেপির লোকজন এই কাজ করেছে। দলীয় কার্যালয়ের ভিতরে তেমন কিছু জিনিসপত্র নেই। তাই ভিতরে কিছু খোওয়া যায়নি। রাস্তার ধারে পুলিশের নজরদারি সিসি ক্যামেরা রয়েছে। তার ফুটেজ দেখার জন্য পুলিশকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
ওই কার্যালয়টি যেখানে অবস্থিত ২০১৩ সালে সেই ৪ নম্বর ওয়ার্ড থেকে জিতে উপ-পুরপ্রধান হয়েছিলেন তৃণমূলের শিউলি সিংহ। সেই ওয়ার্ডটি এবার আদিবাসী মহিলা সংরক্ষিত হয়ে গিয়েছে। শিউলিরও অভিযোগ, ‘‘বিজেপিই ওই অপকর্ম করেছে। পুরভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে এসব করা হচ্ছে।’’ বিজেপি-র নগর মণ্ডল সভাপতি নন্দন ঠাকুর বলেন, ‘‘ওই ওয়ার্ডে তৃণমূলের সংগঠন তলানিতে। সেই কারণেই আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’ তিনিও রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।