আপনাদের ক’জন বিধায়ক চাই! মেদিনীপুর শহরের বাসিন্দাদের মুখে মুখে ফিরছে এই প্রশ্ন। কিন্তু একটি বিধানসভা এলাকায় তো একজনই বিধায়ক হন। তাহলে? প্রশ্নটা উঠছে শাসক দলের প্রার্থী তালিকা দেখা। কারণ, এ বার মেদিনীপুর শহরের পাঁচ নেতাকে জেলার বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করেছে শাসক দল। শহরের বাসিন্দা মৃগেন মাইতি তো মেদিনীপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। এ বারও তিনি প্রার্থী। সেই সঙ্গে বিধায়ক হওয়ার দৌড়ে নেমে পড়েছেন দলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী, প্রদ্যোত্ ঘোষ আর রমাপ্রসাদ তিওয়ারি। সকলের জয় নিয়েই আশাবাদী তৃণমূল। তাই শহরে গুঞ্জন, বিপ্লবীদের মূর্তির সংখ্যাধিক্যে অনেকে মেদিনীপুরকে ‘স্ট্যাচুর শহর’ বলেন। তবে কি পাঁচ পাঁচ জন বিধায়ক পাওয়ার পরে শহরের নতুন নাম হবে ‘বিধায়কের শহর’!