Advertisement
০২ মে ২০২৪

‘এমএস ধোনি: আনটোল্ড স্টোরি’র শুটিঙে ব্যস্ত খড়্গপুর

ভারতীয় ক্রিকেট-মুকুটে অনেকগুলি পালকই তাঁর সৌজন্যে জুড়েছে। কিন্তু, তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পেছনের গল্প অনেকের কাছেই অজানা। ধোনি সম্পর্কে না-জানা সেই সব কথাই এ বার দেখা যাবে পর্দায়। সিনেমার নাম ‘এমএস ধোনি: আনটোল্ড স্টোরি’। তারই শুটিঙে আপাতত ব্যস্ত রেল-শহর খড়্গপুর।

সুশান্ত এবং মহেন্দ্র

সুশান্ত এবং মহেন্দ্র

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৫ ১২:০৮
Share: Save:

ভারতীয় ক্রিকেট-মুকুটে অনেকগুলি পালকই তাঁর সৌজন্যে জুড়েছে। কিন্তু, তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পেছনের গল্প অনেকের কাছেই অজানা। ধোনি সম্পর্কে না-জানা সেই সব কথাই এ বার দেখা যাবে পর্দায়। সিনেমার নাম ‘এমএস ধোনি: আনটোল্ড স্টোরি’। তারই শুটিঙে আপাতত ব্যস্ত রেল-শহর খড়্গপুর।

ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির আত্মপ্রকাশ ২০০৪-এ। তার আগের তিন বছর ভারতীয় রেলে চাকরির সুবাদে তিনি খড়্গপুরে ছিলেন। রেলের টিকিট পরীক্ষক হিসেবে কাজ করলেও আসলে তাঁর মন পড়ে ছিল খেলায়। বেশির ভাগ সময়েই ধোনিকে প্রাকটিস করতে দেখা যেত দক্ষিণ-পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (সেরসা)-এর স্টেডিয়ামে। এমনকী, সেই তিন বছরে তাঁকে খেপ খেলতে দেখা যেত এলাকার বিভিন্ন ক্লাবের মাঠে। ধোনির অনুশীলনের সুবিধার্থে খড়্গপুর ডিভিশনের তত্কালীন ডিআরএম অনিমেষ গঙ্গোপাধ্যায় তাঁর সরকারি বাংলোর ভেতরেই একটি পিচ তৈরি করে দিয়েছিলেন। সেখানেও ধোনি চুটিয়ে প্রাকটিস করতেন। ভারতীয় টিমের ক্যাপ্টেন কুলের এমন না জানা গল্পই এ বার ক্যামেরাবন্দি করে দর্শকদের শোনাবেন চলচ্চিত্র পরিচালক নীরজ পাণ্ডে। আর ধোনির ভূমিকায় সুশান্ত সিংহ রাজপুত। গত দু’দিন ধরে খড়্গপুরের বিভিন্ন জায়গায় ‘এমএস ধোনি: আনটোল্ড স্টোরি’র শুটিং চলছে।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘রেলের কাছ থেকে ওই ফিল্ম ইউনিটটি পাঁচ দিনের অনুমতি নিয়েছে। তার জন্য নির্ধারিত লাইসেন্স ফি জমাও দিয়েছে তারা। আগামী কয়েক দিন খড়্গপুরে বিভিন্ন জায়গায় তাদের শুটিঙের অনুমতি দেওয় হয়েছে।’’ রেল সূত্রে খবর, খড়্গপুরের ডিআরএম বাংলো, ডিআরএম অফিস সেরসা স্টেডিয়াম, স্টেশন চত্বর-সহ রেলের বেশ কয়েকটি জায়গায় টিম-নীরজ শুটিং করবে।


রাতেও শুটিং চলছে সেরসা স্টেডিয়ামে। —নিজস্ব চিত্র।

রবিবার দুপুরে সেরসা স্টেডিয়ামে সিনেমার জন্য ‘খেলা’র প্রস্তুতি শুরু হয়। সোমবার সারা দিন সেখানে সুশান্তই ‘প্রক্সি’ দিয়েছেন ধোনির হয়ে। মঙ্গলবার সকালে স্থানীয় ধোবি ঘাটে শুটিং শুরু হয়েছে। ধোনি যে বিভিন্ন ক্লাবে ও মাঠে খেপ খেলে বেড়াতেন, এ দিন সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করবেন নীরজ। ডিআরএম বাংলোতেও এ দিন শুটিং হওয়ার কথা। তবে, শুটিংস্থলের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। অথচ, প্রতি দিন ব্যাপক ভিড় হচ্ছে সেই শুটিংকে ঘিরে। তবে, ধোবি ঘাটের মাঠে এ দিন সবাইকে ঢুকতে দেওয়া হবে। কারণ, দর্শক সাজবেন তো তারাই।

ধোনির বাবার ভূমিকায় অভিনয় করবেন অনুপম খের। আপাতত প্রায় ১১৫ জনের টিম খড়্গপুরে এসেছে। সুশান্ত-নীরজরা রয়েছেন খড়্গপুর আইআইটি-র গেস্ট হাউসে। বাকিরা ইন্দার একটি লজে রয়েছেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE