Advertisement
২৫ এপ্রিল ২০২৪

২৬ মে ঘাটালে শুরু পুরবোর্ড গঠন প্রক্রিয়া

ঘাটাল মহকুমার পাঁচটি (ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়ার, রামজীবনপুর) পুরসভায় বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে ২৬ মে। ওই দিন ক্ষীরপাই ও খড়ার পুরসভার নবনির্বাচিত কাউন্সিলারদের শপথ বাক্য পাঠ করাবেন ঘাটালের মহকুমাশাসক রাজনবীর সিংহ কাপুর। শপথ গ্রহণের পর পুরসভার চেয়ারম্যান নির্বাচন করে হবে। ইতিমধ্যেই ওই দু’টি পুরসভারই পুরপ্রধান পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৪৮
Share: Save:

ঘাটাল মহকুমার পাঁচটি (ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়ার, রামজীবনপুর) পুরসভায় বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে ২৬ মে। ওই দিন ক্ষীরপাই ও খড়ার পুরসভার নবনির্বাচিত কাউন্সিলারদের শপথ বাক্য পাঠ করাবেন ঘাটালের মহকুমাশাসক রাজনবীর সিংহ কাপুর। শপথ গ্রহণের পর পুরসভার চেয়ারম্যান নির্বাচন করে হবে। ইতিমধ্যেই ওই দু’টি পুরসভারই পুরপ্রধান পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। খড়ার পুরসভায় উত্তম মুখোপাধ্যায় ও ক্ষীরপাই পুরসভায় দুর্গাশঙ্কর পান চেয়ারম্যান হিসাবে শপথ নেবেন। ২৭ মে ঘাটাল ও চন্দ্রকোনা পুরসভার নবনির্বাচিত কাউন্সিলাররা শপথ গ্রহণ করবেন। চেয়ারম্যান পদে ঘাটালে বিভাস ঘোষ ও অরূপ ধাড়ার নাম ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। রামজীবনপুর পুরসভার বোর্ড গঠন হবে ২৮ মে। মহকুমার রামজীবনপুর বাদে বাকি চারটি পুরসভাতেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। রামজীবনপুর পুরসভায় ভোটের ফল হয় ত্রিশঙ্কু। যদিও এক নির্দল কাউন্সিলার তৃণমূলে যোগ দেওয়ায় রামজীবনপুরে শাসক দলের বোর্ড গঠন এক প্রকার নিশ্চিত। তবে রামজীবনপুরে এখনও চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেনি তৃণমূল। দলীয় সূত্রে খবর, ২৩ মে দলের রাজ্য নেতৃত্বই রামজীবনপুরে চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন। তবে কোনও পুরসভাতেই এখনও উপ-পুরপ্রধানের নাম ঘোষণা হয়নি। দলের জেলা কমিটির সদস্য এক নেতার কথায়, “পরিস্থিতি যা তাতে উপ-পুরপ্রধান নির্বাচন নিয়েও দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাই দলের রাজ্য নেতৃত্বই উপ-পুরপ্রধানদের নাম ঘোষণা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE