Advertisement
E-Paper

নালিশ জানাতে পুরসভার নয়া হোয়াটস্‌অ্যাপ

আজ, শনিবার তৃণমূল পরিচালিত পুরবোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানেই নতুন এই হোয়াটসঅ্যাপ নম্বরের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ১৩:১০

কোথাও আবর্জনা পড়ে, কোথাও পথবাতি জ্বলছে না, কোথাও আবার পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এই সব সমস্যার কথা এ বার খড়্গপুরবাসী হোয়াটসঅ্যাপেই জানাতে পারবেন পুর-কর্তৃপক্ষকে। সংশ্লিষ্ট সমস্যার ছবি তুলেও পাঠিয়ে দিতে পারবেন।

আজ, শনিবার তৃণমূল পরিচালিত পুরবোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানেই নতুন এই হোয়াটসঅ্যাপ নম্বরের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। পুরবাসীর নালিশ জানানোর হোয়াটসঅ্যাপ নম্বরটি খোদ পুরপ্রধান প্রদীপ সরকার পরিচালনা করবেন বলেও জানিয়েছেন। প্রদীপবাবুর কথায়, “পুরমন্ত্রীর হাতেই এই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করব। এতে পুরবাসী তাঁদের সমস্যার কথা ছবি-সহ জানালে আমি নিজে পদক্ষেপ করব।’’

রেলশহর খড়্গপুরে নিকাশি সমস্যা বরাবরের। শুধু বর্ষা নয়, সারা বছরই শহরের বিভিন্ন এলাকায় নিকাশির সমস্যায় জেরবার হয়ে থাকেন বাসিন্দারা। সেই সঙ্গে রয়েছে আবর্জনার সমস্যা। শহরের যত্রতত্র পড়ে থাকে জঞ্জাল। অধিকাংশ এলাকায় দিনে একবার আবর্জনা তুলে নিয়ে যায় পুরসভার গাড়ি। কিন্তু সারাদিন ধরে আবর্জনা জমতে থাকলেও পুরসভার পক্ষ থেকে তা সাফাই না হওয়ায় দূষণ ছড়ায়। তাছাড়া রয়েছে পানীয় জল, পথবাতি, মশার উপদ্রব-সহ পুর পরিষেবা নিয়ে নানা অভাব-অভিযোগ রয়েছে।

৩৫টি ওয়ার্ড বিশিষ্ট পুরসভার বিভিন্ন সমস্যার কথা প্রতিদিন হোয়াটসঅ্যাপ নম্বরে এসে পৌঁছলে কতটা দ্রুতগতিতে পুরসভা ব্যবস্থা নেবে তা নিয়ে অবশ্য জল্পনা শুরু হয়েছে। মালঞ্চর গৃহবধূ পাপিয়া সেন বলেন, “পুরসভার এই উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু সকলে যদি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে থাকে, সমস্যার কথা জানাতে থাকে, তাহলে পুরসভা সে সবে কতটা নজর দেবে তা নিয়ে আমার সংশয় রয়েছে। এতে হয়তো আসল অভিযোগ চাপাই পড়ে যাবে।” যদিও পুরপ্রধানের আশ্বাস, ‘‘আপাতত আমি নিজে এই হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করব। যদি দেখি চাপ বাড়ছে, তখন আলাদা একটি সেল খুলে দেব।”

দ্বিতীয় বর্ষপূর্তিতে আরও কিছু কর্মসূচি থাকছে। আজ, শনিবার সকালে পুরভবনে রক্তদান শিবির হবে। বিকেলে ঝাপেটাপুর মোড়ের ময়দানে মূল অনুষ্ঠানে পুরমন্ত্রী প্রায় ৮৬কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা দ্বিতীয় জলপ্রকল্প ও পুরসভার নবনির্মিত দোতলা ভবনের উদ্বোধন হবে। প্রায় ৫০লক্ষ টাকা ব্যয়ে তৈরি ওই ভবনের একতলায় রয়েছে আধিকারিকদের কার্যালয়, দোতলায় সভাগৃহ। তৃণমূল পুরবোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে শুক্রবার থেকেই জোরকদমে প্রচার শুরু হয়েছে। এ দিন বিকেলে পুরসভার দু’বছরের কাজের খতিয়ানের একটি সিডি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। পুরপ্রধান প্রদীপবাবু বলেন, “দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করব। আগামীদিনে বেশ কিছু কাজের শপথ নেব। বিগত ও আগামীদিনে যে কাজ করব তার প্রচারে আমরা সিডিও বানিয়েছি।’’

WhatsApp Municipality
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy