Advertisement
২০ মে ২০২৪

সিনেমা হল হবে, আশায় শহর

সিনেমা দেখতে গেলে এতদিন হাতের কাছে ছিল ধেড়ুয়া হয়ে ৪০ কিলোমিটার দূরে মেদিনীপুরের ‘হরি’ প্রেক্ষাগৃহ। না হলে লোধাশুলি-নিমপুরা হয়ে ৪৫ কিলোমিটার দূরে রেলশহর খড়্গপুরের ‘বম্বে সিনেপ্লেক্স’ অথবা ‘অরোরা’ হল।

অযত্নে: বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রিয়া সিনেমা হল। নিজস্ব চিত্র

অযত্নে: বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রিয়া সিনেমা হল। নিজস্ব চিত্র

কিংশুক গুপ্ত
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০১:৪৮
Share: Save:

সিনেমা দেখতে গেলে এতদিন হাতের কাছে ছিল ধেড়ুয়া হয়ে ৪০ কিলোমিটার দূরে মেদিনীপুরের ‘হরি’ প্রেক্ষাগৃহ। না হলে লোধাশুলি-নিমপুরা হয়ে ৪৫ কিলোমিটার দূরে রেলশহর খড়্গপুরের ‘বম্বে সিনেপ্লেক্স’ অথবা ‘অরোরা’ হল। নতুন জেলা ঝাড়গ্রামের কোথাও কোনও সিনেমা হল নেই। অরণ্যশহরে নেই কোনও উপযুক্ত সাংস্কৃতিক অডিটোরিয়াম।

অথচ একসময় ঝাড়গ্রাম শহরে চারটি সিনেমা হল রমরমিয়ে চলত। প্রিয়া, রূপছায়া, সাবিত্রী কিংবা জনতা হল এখন ইতিহাস। শহরের বন্ধ সিনেমা হলগুলির এখন ভুতুড়ে দশা। বেলপাহাড়ি ব্লকের শিলদার সিংহবাহিনী টকিজটিও বহু বছর বন্ধ। ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকার প্রবীণ বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী পিনাকীপ্রসাদ রায় বলেন, “বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা। কিন্তু লোকসানের জেরে এক-এক করে সব সিনেমা হলগুলো তো বন্ধ হয়ে গিয়েছে। মেদিনীপুর-খড়্গপুর উজিয়ে গিয়ে সিনেমা দেখতে ইচ্ছে করে না।”

ঝাড়গ্রাম শহরে হাতে গোনা কয়েকটি মঞ্চ রয়েছে। একটিও বাতানুকুল নয়। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির রামকিঙ্কর মঞ্চটি সংস্থার নিজস্ব অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। দেবেন্দ্রমোহন হল এবং বলাকা রঙ্গমঞ্চটি অবশ্য ভাড়া দেওয়া হয়। কিন্তু দু’টিতেই ভাড়া নিলে চেয়ার, আলো, জেনারেটর ও মাইকের ব্যবস্থা করতে হয় অনুষ্ঠানের আয়োজকদেরই। ওই দু’টি মঞ্চে মাত্র কয়েকশো দর্শক বসতে পারেন। উপযুক্ত মঞ্চের অভাবে ঝাড়গ্রাম শহরের কয়েকটি সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর বাঁশ-কাপড়ের অস্থায়ী মঞ্চ গড়ে অনুষ্ঠান করে থাকে।

জেলা হলে ঝাড়গ্রামে সিনেপ্লেক্স ও অডিটোরিয়াম হবে বলে আশাবাদী অরণ্যশহরের তরুণ প্রজন্ম। তরুণ ব্যবসায়ী সৌরভ সিংহ, কলেজ পড়ুয়া মহাদেব ভুই, পেশায় গৃহশিক্ষক বিশ্বজিত কর্মকার-রা একযোগে বলছেন, “ঝাড়গ্রাম জেলা শহর হলে জনবসতি আরও বাড়বে। আর্থ-সামাজিক ক্ষেত্রের অনেক পরিবর্তন ঘটবে। তখন বেসরকারি সংস্থাগুলিও মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স গড়তে
আগ্রহী হবে।”

আশাবাদী পুরপ্রধান দুর্গেশ মল্লদেবও। দুর্গেশবাবুর কথায়, “শহরের সিনেমা হলগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে। নতুন জেলা শহরে মাল্টিপ্লেক্স গড়ার জন্য আগ্রহীদের আমরা স্বাগত জানাব। পুরসভাও শহরে বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য ভাবনা চিন্তা করছে।” প্রশাসন সূত্রে খবর, রবীন্দ্রসদনের আদলে ঝাড়গ্রামে একটি রবীন্দ্রভবন গড়ে তোলার জন্য সরকারিস্তরে পদক্ষেপ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cinema Hall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE