সম্পত্তি লিখে দিতে না-চাওয়ায় এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলে, বৌমা ও ছেলের শাশুড়ির বিরুদ্ধে। বুধবার রাতে ঘাটাল থানা এলাকার ঘটনা। মৃত বাদল বাইরি (৫৫) প্রসাদচক সংলগ্ন ধসাচাঁদপুর গ্রামের বাসিন্দা। ওই রাতেই বাদলবাবুর মেয়ে তনুশ্রী ভুঁইয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বাদলবাবুর ছেলে অভিজিৎ বাইরি, তাঁর স্ত্রী অপর্ণা বাইরি ও শাশুড়ি লক্ষ্মী মান্নাকে। বৃহস্পতিবার ঘাটাল আদালতের বিচারক অভিজিৎকে পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, বুধবার সকালে বাদলবাবুর স্ত্রী মিনতিদেবী এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, জমি নিজের নামে লিখে দেওয়ার কথা তুলে সন্ধ্যায় বাদলবাবুকে মারধর করেন অভিজিৎ। রাতে মিনতিদেবী বাড়ি ফিরে বাবলবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান। প্রতিবেশীরা এসে দেহ নামিয়ে পুলিশে খবর দেন। প্রতিবেশীদের অভিযোগ, মাঝেমধ্যেই বাবাকে মারধর করতেন অভিজিৎ ও তাঁর স্ত্রী।
জানা গিয়েছে, পেশায় সোনার কারিগর অভিজিৎ সম্প্রতি পৈতৃক মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি তৈরি করেছিলেন। তারপর থেকেই জমিটি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বাবদলবাবুর উপর। আপত্তি করেন বাদলবাবু ও মিনতিদেবী। অভিযোগ, ছেলে-বৌমার সঙ্গে প্রায়ই গণ্ডগোল হত। প্রতিবেশীরাও একাধিক বার মিটমাটের চেষ্টা করেছেন। সেখানে স্থির হয় এখনই জমি লিখে দেবেন না বাদলবাবু। মাস খানেক ধরে সেই অশান্তি চরমে উঠে। একাধিকবার বাবা-মাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন অভিজিৎ।